২০১৭ ত্রিদেশীয় সিরিজ (ভারত)

২০১৭ হিরো ত্রিদেশীয় সিরিজ হল ২০১৭-এর আগস্ট মাসে মহারাষ্ট্র রাজ্যের মুম্বই শহরে অনুষ্ঠিত একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত হয়েছিল।[১] প্রতিযোগিতাটি প্রথমে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরে স্থান পরিবর্তন করা হয়।[২]

২০১৭ হিরো ত্রিদেশীয় সিরিজ
বিবরণ
স্বাগতিক দেশভারত
তারিখ১৯–২৪ আগস্ট ২০১৭
দল৩ (৩টি কনফেডারেশন থেকে)
মাঠ১ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (১ম শিরোপা)
রানার-আপ সেন্ট কিট্‌স ও নেভিস
তৃতীয় স্থান মরিশাস
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা৭ (ম্যাচ প্রতি ২.৩৩টি)
শীর্ষ গোলদাতা৭ জন (১টি গোল)

তৎকালীন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এআইএফএফ এর প্ল্যান উল্লেখ করেন যে, একটি চতুর্দেশীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে, যাতে আফ্রিকা, এশিয়াক্যারিবীয় অঞ্চলের ফুটবল দল ভারতের বিপক্ষে অংশ নেবে।[৩]

অংশগ্রহণকারী দেশ সম্পাদনা

দল ফিফা র‍্যাঙ্কিং (১০ আগস্ট ২০১৭)
  ভারত ৯৭
  সেন্ট কিট্‌স ও নেভিস ১২৫
  মরিশাস ১৬০

ম্যাচ ও পয়েন্ট তালিকা সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
  ভারত (C) +১ চ্যাম্পিয়ন
  সেন্ট কিট্‌স ও নেভিস
  মরিশাস −১
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(C) চ্যাম্পিয়ন।

ম্যাচসমূহ সম্পাদনা

ভারত  ২–১  মরিশাস
আর. সিং   ৩৭'
বি. সিং   ৬২'
প্রতিবেদন ইয়োসেলিন   ১৫'
রেফারি: হেট্টিকামকানামগে দিলান পেরেরা (শ্রীলঙ্কা)


ভারত  ১–১  সেন্ট কিট্‌স ও নেভিস
জে. সিং   ৩৮' প্রতিবেদন আমোরি   ৭২'
রেফারি: হেট্টিকামকানামগে দিলান পেরেরা (শ্রীলঙ্কা)

গোলদাতা সম্পাদনা

১ গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India face Mauritius in Tri-nation Series on August 19"। Times of India। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  2. Sarmah, Bhargab। "Chennai out, tri-nation football series venue switch burns hole in AIFF's pocket"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭ 
  3. Bal, Sarthac। "India vs Mauritius in tri-nation football, Stephen Constantine may test bench"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৭