দল
|
খেলা | জয় | পরাজয় | টাই | ফহ | বিপি | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
ভারত | ৫ | ৫ | ০ | ০ | ০ | ০ | ১০ | +২.৭২৩ |
পাকিস্তান | ৫ | ৪ | ১ | ০ | ০ | ০ | ৮ | +১.৫৪০ |
শ্রীলঙ্কা | ৫ | ৩ | ২ | ০ | ০ | ০ | ৬ | +১.০৩৭ |
বাংলাদেশ | ৫ | ২ | ৩ | ০ | ০ | ০ | ৪ | +০.১৩৫ |
থাইল্যান্ড | ৫ | ১ | ৪ | ০ | ০ | ০ | ২ | –১.৭৯৭ |
নেপাল | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | ০ | –৩.৫৮২ |
২০১৬ মহিলাদের টুয়েন্টি২০ এশিয়া কাপ
২০১৬ মহিলাদের টুয়েন্টি২০ এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এসিসি মহিলাদের এশিয়া কাপের ষষ্ঠ আসর। এছাড়াও, দ্বিতীয় আসর হিসেবে ২০-ওভারের প্রতিযোগিতা আকারে আয়োজন করা হয়েছে।[১] ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। ব্যাংককের এশিয়ান টেকনোলজি ইনস্টিটিউট মাঠ ও টার্ডথাই ক্রিকেট মাঠে ছয় দল অংশ নিয়েছে।[২]
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | ২০-ওভার |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্বসহ ফাইনাল |
আয়োজক | থাইল্যান্ড |
বিজয়ী | ভারত (৬ষ্ঠ শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৬ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | মিতালী রাজ |
সর্বাধিক রান সংগ্রহকারী | মিতালী রাজ (২২০) |
সর্বাধিক উইকেটধারী | সানা মীর (১২) |
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ স্বাগতিক থাইল্যান্ড - এ ছয় দলের সমন্বয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষ দুই দল মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এশিয়ার বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে।[৩] বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদাপ্রাপ্ত যা টি২০আইয়ের মর্যাদা পাবে। তবে, নেপাল ও থাইল্যান্ডের খেলাগুলো এ মর্যাদার বাইরে থাকবে।
ভারত দল প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে পাকিস্তানকে ১৭ হারায় তারা।
দলীয় সদস্য
সম্পাদনাবাংলাদেশ[৪] | ভারত[৫] | নেপাল[৬] |
---|---|---|
| ||
পাকিস্তান[৭] | শ্রীলঙ্কা[৮] | থাইল্যান্ড[৯] |
|
পয়েন্ট তালিকা
সম্পাদনা ফাইনালে উত্তীর্ণ
উৎস: ইএসপিএন
খেলার বিবরণ
সম্পাদনা১ম খেলা
সম্পাদনা ২৬ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে মানসী যোশী’র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- বাংলাদেশ মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড গড়ে। চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে ৪৪ রান তুলে এ রেকর্ড ভেঙ্গে ফেলে।[১০]
২য় খেলা
সম্পাদনা৩য় খেলা
সম্পাদনা ২৭ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
রত্নাপর্ন পাদুংলার্দ ২০ (৪৬)
মানসী যোশী ২/৮ (৩ ওভার) |
- থাইল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ খেলা
সম্পাদনা৫ম খেলা
সম্পাদনা ২৮ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
সানজিদা ইসলাম ৩৮ (৪৮)
সালিপর্ন লাওমি ৩/১৮ (৪ ওভার) |
নত্তাকান চান্তাম ২১ (২৩)
পান্না ঘোষ ৪/৯ (৪ ওভার) |
- থাইল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ষ্ঠ খেলা
সম্পাদনা৭ম খেলা
সম্পাদনা৮ম খেলা
সম্পাদনা৯ম খেলা
সম্পাদনা ৩০ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশ নিজেদের গড়া মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে। চারদিন পূর্বেই দলটি ভারতের বিপক্ষে সর্বনিম্ন রান তুলেছিল।[১০]
১০ম খেলা
সম্পাদনা ৩০ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
হাসিনি পেরেরা ৫৫ (৫৯)
সাইনামিন সাইনিয়া ৩/২৬ (৪ ওভার) |
চানিদা সুত্তিরুয়াং ১০ (১২)
ইনোকা রাণাবীরা ৩/৪ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১১শ খেলা
সম্পাদনা১২শ খেলা
সম্পাদনা১৩শ খেলা
সম্পাদনা১৪শ খেলা
সম্পাদনা১৫শ খেলা
সম্পাদনা ৩ ডিসেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
নেত্তাকান চান্তাম ১৩ (২৮)
সানা মীর ৪/৯ (৪ ওভার) |
আসমাভিয়া ইকবাল ২৪ (২৫)
সুলেপর্ন লাওমি ৩/৯ (৩ ওভার) |
- থাইল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাসর্বাধিক রান
সম্পাদনাশীর্ষ পাঁচজন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা রান সংগ্রহ ও ব্যাটিং গড় অনুযায়ী সাজানো হয়েছে।
খেলোয়াড় | দল | রান | ইনিংস | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|---|
মিতালী রাজ | ভারত | ২২০ | ৪ | ১১০.০০ | ৭৩* | ০ | ২ |
জাভেরিয়া খান | পাকিস্তান | ১২৮ | ৬ | ৬৪.০০ | ৫৬* | ০ | ১ |
চামারি আতাপাত্তু | শ্রীলঙ্কা | ১১১ | ৫ | ২২.২০ | ৩৯ | ০ | ০ |
সানজিদা ইসলাম | বাংলাদেশ | ১১০ | ৫ | ২২.০০ | ৩৮ | ০ | ০ |
হাসিনি পেরেরা | শ্রীলঙ্কা | ৯৬ | ৫ | ৩২.০০ | ৫৫ | ০ | ১ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
সর্বাধিক উইকেট
সম্পাদনাশীর্ষ পাঁচজন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকা উইকেট লাভ ও বোলিং গড় অনুযায়ী সাজানো হয়েছে।
খেলোয়াড় | দল | ওভার | উইকেট | গড় | ইকো | এসআর | বিবিআই |
---|---|---|---|---|---|---|---|
সানা মীর | পাকিস্তান | ২২.০ | ১২ | ৭.৪১ | ৪.০৪ | ১১.০ | ৪/৯ |
একতা বিশট | ভারত | ১৬.২ | ১০ | ৫.২০ | ৩.১৮ | ৯.৮ | ৩/৮ |
সুলিপর্ন লাওমি | থাইল্যান্ড | ১৬.০ | ৮ | ৮.০০ | ৪.০০ | ১২.০ | ৩/৯ |
আনাম আমিন | পাকিস্তান | ২১.০ | ৮ | ৯.১২ | ৩.৪৭ | ১৫.৭ | ২/৬ |
অনুজা পাতিল | ভারত | ২২.৩ | ৮ | ৯.৬২ | ৩.৪২ | ১৬.৮ | ২/০ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Why is the cricket Women's Asia Cup such an important tournament for India?"।
- ↑ "ACC Women's Asia Cup 2016"। ACC। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৬।
- ↑ Nepal qualify for Women's Asia Cup ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৬ তারিখে International Cricket Council
- ↑ Bangladesh Women Squad / Players, ESPNcricinfo. Retrieved 26 November 2016.
- ↑ "India Women Squad"। ESPNcricinfo। ESPN Sports Media। ১৭ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬।
- ↑ Nepal Women Squad / Players, ESPNcricinfo. Retrieved 26 November 2016.
- ↑ "Pakistan Women Squad"। ESPNcricinfo। ESPN Sports Media। ১৭ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬।
- ↑ "Sri Lanka Women's squad"। Sri Lanka Cricket। ১৬ নভেম্বর ২০১৬। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৬।
- ↑ Thailand Women Squad / Players, ESPNcricinfo. Retrieved 26 November 2016.
- ↑ ক খ Records / Women's Twenty20 Internationals / Team records / Lowest innings totals, ESPNcricinfo. Retrieved 26 November 2016.