২০১৫ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ভারত সফর

নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ভারত সফর করে। সফরে দলটি ভারত মহিলা ক্রিকেট দলের বিপক্ষে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নেয়।[] এছাড়াও দলটি ভারত এ মহিলা দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। সবগুলো খেলাই ব্যাঙ্গালোরের এম. চিনাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। শুরুতে উত্তর ব্যাঙ্গালোরের আলুরে তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক আয়োজনের কথা থাকলেও পরবর্তীকালে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[][]

২০১৫ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত নিউজিল্যান্ড
তারিখ ২৮ জুন ২০১৫ – ১৫ জুলাই ২০১৫
অধিনায়ক মিতালী রাজ সুজি বেটস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–৩ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান থিরুশ কামিনি (১৫৮) সোফি ডিভাইন (১৮১)
সর্বাধিক উইকেট রাজেশ্বরী গায়কোয়াড় (৮) লেই কাস্পারেক (৬)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বেদ কৃষ্ণমূর্তি (৭৭)
বেলাস্বামী বণিতা (৭৭)
সোফি ডিভাইন (১০২)
সর্বাধিক উইকেট রাজেশ্বরী গায়কোয়াড় (৫) কেট ব্রডমোর (৬)

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই টি২০আই
  ভারত[][]   নিউজিল্যান্ড[][]   ভারত   নিউজিল্যান্ড[][]

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

ভারত এ মহিলা দল ব নিউজিল্যান্ড মহিলা একাদশ

সম্পাদনা
প্রস্তুতিমূলক খেলা
২৬ জুন
৯:০০
স্কোরকার্ড
bcci.tv
কেটি পার্কিন্স ৪৫ (৪২)
প্রীতি বসু ৩/৩২ (১০ ওভার)

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
ভারত  
১৪২ (৪৪.৩ ওভার)
  নিউজিল্যান্ড
১২৫ (৪৫.৩ ওভার)
সুজি বেটস ২৮ (৩৭)
স্নেহ রাণা ৩.২৬ (৯ ওভার)

২য় ওডিআই

সম্পাদনা
ভারত  
১৬৩ (৪৯.৩ ওভার)
  নিউজিল্যান্ড
১৬৪ (৪৪.২ ওভার)
থিরুশ কামিনি ৬১ (৬৯)
সুজি বেটস ৩/২১ (৬ ওভার)
সোফি ডিভাইন ৩৩ (৬২)
ঝুলন গোস্বামী ২/১৪ (১০ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

সম্পাদনা
ভারত  
১৮২/৯ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
১৮৬/৪ (৪৫.৪ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

সম্পাদনা
৬ জুলাই
৯:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২২০ (৪৯.৫ ওভার)
  ভারত
২২১/২ (৪৪.২ ওভার)
মিতালী রাজ ৮১* (৮৮)
আনা পিটারসন ১/১৯ (৪ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই

সম্পাদনা
৮ জুলাই
০৯:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১১৮ (৪১ ওভার)
  ভারত
১২১/৭ (২৭.২ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টুয়েন্টি২০ সিরিজ

সম্পাদনা

১ম টুয়েন্টি২০

সম্পাদনা
১১ জুলাই
১০:০০
স্কোরকার্ড
ভারত  
১২৫ (১৯.৫ ওভার)
  নিউজিল্যান্ড
১২৬/২ (১২.৩ ওভার)
মিতালী রাজ ৩৫ (২৩)
কেট ব্রডমোর ৩/১৬ (৪ ওভার)
সোফি ডিভাইন ৭০ (২২)
ঝুলন গোস্বামী ১/১৯ (২ ওভার)

২য় টুয়েন্টি২০

সম্পাদনা
১৩ জুলাই
১০:০০
স্কোরকার্ড
ভারত  
১৩৬/৬ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৩৯/৪ (১৭.৫ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
আম্পায়ার: উমেশ দাবে (ভারত) ও এস শঙ্কর (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের পক্ষে হান্না রো'র টি২০আই অভিষেক ঘটে।

৩য় টুয়েন্টি২০

সম্পাদনা
১৫ জুলাই
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১২৬/৮ (২০ ওভার)
  ভারত
১২৮/৭ (১৯ ওভার)
  • ভারত টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New Zealand Women Cricket team tour to India"ESPN Cricinfo। জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫ 
  2. "Women's cricket: India-New Zealand series in Bengaluru"Oneindia.com (Sports Media)। ২৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫ 
  3. "New Zealand women's India tour revised"bcci.tv। ২৩ জুন ২০১৫। ২৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৫ 
  4. "India women Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  5. "Uncapped Kalpana in India squad for NZ ODIs"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  6. "New Zealand women Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫ 
  7. "New Zealand women Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা