২০১০ এশিয়া কাপ ফাইনাল

২০১০ এশিয়া কাপ ফাইনাল ক্রিকেট ম্যাচটি একটি দিবা-রাত্রি ব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা যেটি ২০১০ সালের ২৪ জুন শ্রীলঙ্কার ডাম্বুলার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হয় ২০১০ এশিয়া কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল নির্ধারণের জন্য।[১]

২০১০ এশিয়া কাপ ফাইনাল
প্রতিযোগিতা২০১০ এশিয়া কাপ
ভারত শ্রীলঙ্কা
ভারত শ্রীলঙ্কা
২৬৮/৬ ১৮৭
(৫০ ওভার) (৪৪.৪ ওভার)
ভারত ৮১ রানে জয়ী
তারিখ২৪ জুন ২০১০
মাঠরণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা
ম্যাচসেরাদিনেশ কার্তিক (ভারত)
আম্পায়ারবিলি বাউডেন (নিউজিল্যান্ড) এবং বিলি ডকট্রোভ (ওয়েস্ট ইন্ডিজ)

খেলার সংক্ষিপ্ত-সারসম্পাদনা

টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করতে সক্ষম হয় ও প্রতিপক্ষকে ৫০ ওভারে ২৬৯ রান করার টার্গেট দেয়। শ্রীলঙ্কা ৪৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৭ রান করতে সক্ষম হওয়ায় ভারত ৮১ রানে জয়ী হয় এবং ২০১০ এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "খেলার চুম্বক অংশ"Cricbuzz। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগসম্পাদনা