২০০৬ পুরুষ হকি বিশ্বকাপ

২০০৬ পুরুষ হকি বিশ্বকাপ হল আন্তর্জাতিক হকি ফেডারেশন পরিচালিত পুরুষ হকি বিশ্বকাপের একাদশ আসর যা ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানির মোচেনগ্লাডবাখ শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই আসরে জার্মানি বিজয়ী হয়, তারা ফাইনালে ৩-৪ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।[১]

২০০৬ পুরুষ হকি বিশ্বকাপ
Hockey Weltmeisterschaften 2006
প্রতিযোগিতার বিস্তারিত
স্বাগতিক দেশজার্মানি
শহরমোচেনগ্লাডবাখ
তারিখ৬–১৭ সেপ্টেম্বর ২০০৬
দল১২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠওয়ারস্টেইনার হকি পার্ক
শীর্ষ তিনটি দল
চ্যাম্পিয়ন জার্মানি (২য় শিরোপা)
রানার-আপ অস্ট্রেলিয়া
তৃতীয় স্থান স্পেন
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ সংখ্যা৪২
গোল সংখ্যা১৭৪ (ম্যাচ প্রতি ৪.১৪টি)
শীর্ষ গোলদাতানেদারল্যান্ডস তায়েকে তায়েকেমা (১১ গোল)
সেরা খেলোয়াড়অস্ট্রেলিয়া জেমি ডয়্যার
২০০২ (পূর্ববর্তী) (পরবর্তী) ২০১০
 
অংশগ্রহণকারী দলসমূহ
তারিখ ইভেন্ট অবস্থান কোটা উত্তীর্ণ দল
আয়োজক দেশ   জার্মানি
২১–২৮ সেপ্টেম্বর ২০০৩ ২০০৩ এশিয়া কাপ কুয়ালালামপুর, মালয়েশিয়া   ভারত
১২–২৩ মে ২০০৪ ২০০৪ প্যান আমেরিকান কাপ লন্ডন, কানাডা   আর্জেন্টিনা
২৮ আগস্ট –৪ সেপ্টেম্বর ২০০৫ ২০০৫ ইউরোহকি চ্যাম্পিয়নশিপ লিপজিগ, জার্মানি   স্পেন
  নেদারল্যান্ডস
১–৮ অক্টোবর ২০০৫ ২০০৫ আফ্রিকা কাপ অব নেশন্স প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা   দক্ষিণ আফ্রিকা
১৫–১৯ নভেম্বর ২০০৫ ২০০৫ ওশেনিয়া কাপ সুভা, ফিজি   অস্ট্রেলিয়া
১২–২৩ এপ্রিল ২০০৬ আন্তঃমহাদেশীয় কাপ ছাংচৌ, চীন   নিউজিল্যান্ড
  দক্ষিণ কোরিয়া
  ইংল্যান্ড
  পাকিস্তান
  জাপান
মোট ১২

আম্পায়ার

সম্পাদনা
  • জেভিয়ার অ্যাডেল (স্পেন)
  • ক্রিশ্চিয়ান ব্লাশখ (জার্মানি)
  • হেনরিক এহলার্স (ডেনমার্ক)
  • ডেভিড জেন্টলস (অস্ট্রেলিয়া)
  • মারে গ্রাইম (অস্ট্রেলিয়া)
  • হ্যামিশ জ্যামসন (ইংল্যান্ড)
  • কিম হং-লাই (কোরিয়া)
  • সতীন্দ্র কুমার (ভারত)
  • ডেভিড লেপার (স্কটল্যান্ড)
  • অ্যান্ডি মায়ায (স্কটল্যান্ড)
  • সুমেশ পুত্র (কানাডা)
  • অমরজিৎ সিং (মালয়েশিয়া)
  • রব টেন কেট (নেদারল্যান্ডস)
  • জন রাইট (দক্ষিণ আফ্রিকা)

গ্রুপ পর্ব

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   AUS   ESP   NZL   PAK   ARG   JPN
  অস্ট্রেলিয়া ১৮ +১৩ ১২ সেমি-ফাইনাল ১–৩ ৩–০ ৩–১
  স্পেন ১৩ +৬ ১১ ৩–১ ১–১
  নিউজিল্যান্ড ১০ ১৪ −৪ ৫ম-৮ম নির্ধারক ১–৭ ৪–৪
  পাকিস্তান ১০ ১০ ২–২ ৪–০
  আর্জেন্টিনা ১২ −৭ ৯ম-১২শ নির্ধারক ০–৪ ০–৩ ১–০
  জাপান ১৫ −৮ ২–৪ ০–১ ৪–৩
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন   GER   KOR   NED   ENG   RSA   IND
  জার্মানি (H) ১২ +৭ ১১ সেমি-ফাইনাল ২–২ ৫–০ ৩–২
  দক্ষিণ কোরিয়া +৩ ১১ ০–০ ৩–২ ২–২
  নেদারল্যান্ডস ১৬ +৭ ১০ ৫ম-৮ম নির্ধারক ৪–৩ ২–০
  ইংল্যান্ড ১০ ১০ ১–২ ০–১
  দক্ষিণ আফ্রিকা ১৩ −৯ ৯ম-১২শ নির্ধারক ১–৩ ১–১
  ভারত ১৫ −৮ ১–২ ১–৬ ২–৩
উৎস: এফআইএইচ
(H) স্বাগতিক।

শ্রেণীবিভাগ

সম্পাদনা

৯ম-১২শ স্থান নির্ধারক পর্ব

সম্পাদনা
  ক্রসওভার ৯ম স্থান নির্ধারক
১৬ সেপ্টেম্বর
   দক্ষিণ আফ্রিকা  ২  
   জাপান  ৫  
 
১৭ সেপ্টেম্বর
       জাপান  ২
     আর্জেন্টিনা  ১
১১শ স্থান নির্ধারক
১৬ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বর
   ভারত  ২    দক্ষিণ আফ্রিকা  ০
   আর্জেন্টিনা  ৩      ভারত  ১

৫ম-৮ম স্থান নির্ধারক পর্ব

সম্পাদনা
  ক্রসওভার ৫ম স্থান নির্ধারক
১৫ সেপ্টেম্বর
   নেদারল্যান্ডস  ২  
   পাকিস্তান  ৩  
 
১৬ সেপ্টেম্বর
       পাকিস্তান  ০
     ইংল্যান্ড  ১
৭ম স্থান নির্ধারক
১৫ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বর
   নিউজিল্যান্ড  ৩    নেদারল্যান্ডস  ৩
   ইংল্যান্ড  ৪      নিউজিল্যান্ড  ০

১ম-৪র্থ স্থান নির্ধারক পর্ব

সম্পাদনা
  সেমি-ফাইনাল ফাইনাল
১৫ সেপ্টেম্বর
   স্পেন  ২ (১)  
   জার্মানি (পে.)  ২ (৩)  
 
১৭ সেপ্টেম্বর
       জার্মানি  ৪
     অস্ট্রেলিয়া  ৩
তৃতীয় স্থান নির্ধারণী
১৫ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বর
   অস্ট্রেলিয়া  ৪    দক্ষিণ কোরিয়া  ২
   দক্ষিণ কোরিয়া  ২      স্পেন (অ.স.প.)  ৩

৩য় স্থান নির্ধারক

সম্পাদনা
১৭ সেপ্টেম্বর ২০০৬
১৩:০০
দক্ষিণ কোরিয়া   ২–৩ (অ.স.প)   স্পেন
জাং   ৪২'
সেও   ৬০'
প্রতিবেদন তাবাউ   ৯'
ফ্রেইক্সা   ৪০'
আমাত   ৭১'
আম্পায়ার:
ডেভিড জেন্টলস (অস্ট্রেলিয়া)
ডেভিড লেপার (স্কটল্যান্ড)

ফাইনাল

সম্পাদনা
১৭ সেপ্টেম্বর ২০০৬
১৫:৩০
অস্ট্রেলিয়া   ৩–৪   জার্মানি
নোলস   ১৯'
নেলর   25'
এলডার   ৩৮'
প্রতিবেদন সি. জেল্লার   ১৮'৫৪'
ফুর্স্ট   46'
এমেরলিং   49'
আম্পায়ার:
জন রাইট (দক্ষিণ আফ্রিকা)
হেনরিক এহলার্স (ডেনমার্ক)

পরিসংখ্যান

সম্পাদনা

অন্তিম অবস্থান

সম্পাদনা
অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট সর্বশেষ ফলাফল
বি   জার্মানি (H) ১৮ ১০ +৮ ১৫ স্বর্ণপদক
  অস্ট্রেলিয়া ২৫ ১১ +১৪ ১৫ রৌপ্যপদক
  স্পেন ১৮ ১১ +৭ ১৫ ব্রোঞ্জপদক
বি   দক্ষিণ কোরিয়া ১২ ১২ ১১ চতুর্থ স্থান
বি   ইংল্যান্ড ১৫ ১৩ +২ ১২ গ্রুপ পর্বে
বিদায়প্রাপ্ত
  পাকিস্তান ১৩ ১৩
বি   নেদারল্যান্ডস ২১ ১২ +৯ ১৩
  নিউজিল্যান্ড ১৩ ২১ −৮
  জাপান ১৪ ১৮ −৪
১০   আর্জেন্টিনা ১৬ −৭
১১ বি   ভারত ১০ ১৮ −৮
১২ বি   দক্ষিণ আফ্রিকা ১৯ −১৩
উৎস: এফআইএইচ
(H) স্বাগতিক।

সর্বোচ্চ গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতায় ৪২টি ম্যাচে ১৭৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৪.১৪টি গোল।

১১টি গোল

৮টি গোল

৭টি গোল

৫টি গোল

৪টি গোল

উৎস: এফআইএইচ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Germany storm to World Cup win"। ২০০৬-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৬