২০০৫–০৬ মহিলা এশিয়া কাপ
২০০৫–০৬ সালে পাকিস্তানে মহিলা এশিয়া কাপ হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে যে তিনটি দল অংশ নিয়েছিল তারা হল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এটি পাকিস্তানে ২৮ ডিসেম্বর ২০০৫ এবং ৪ জানুয়ারি ২০০৬ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।[৩] ম্যাচগুলো জাতীয় স্টেডিয়াম, করাচি এবং করাচি জিমখানা মাঠে অনুষ্ঠিত হয়েছিল।[৪] ভারত ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানে জিতেছিল।[৫]
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
আয়োজক | পাকিস্তান |
বিজয়ী | ভারত (২য় শিরোপা) |
রানার-আপ | শ্রীলঙ্কা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৩ |
খেলার সংখ্যা | ৭ |
সর্বাধিক রান সংগ্রহকারী | জয়া শর্মা (২৫৮)[১] |
সর্বাধিক উইকেটধারী | নীতু ডেভিড (৯)[২] |
দলীয় সদস্য
সম্পাদনাম্যাচ সারাংশ
সম্পাদনা- শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আরমান খান, আসমাভিয়া ইকবাল, কানিতা জলিল, সাবাহাত রশিদ, সানা জাভেদ, সানা মীর এবং তাসকিন কাদির (পাকিস্তান) তাদের প্রত্যেকেই ওডিআইতে অভিষেক হয়েছিল।
- শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইন্ডিয়া উইমেন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শুমাইলা মুশতাক (পাকিস্তান) তার ওডিআইতে অভিষেক হয়েছিল।
- শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তান মহিলা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দেবিকা পালশিকর (ভারত) হুমেরা মাসরুর (পাকিস্তান) তাদের প্রত্যেকেই ওডিআইতে অভিষেক হয়েছিল।
ফাইনাল
সম্পাদনা- ভারত মহিলা দল জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ "Pakistan to host first women's Asia Cup"। ESPNcricinfo। ২২ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩।
- ↑ "Women's Asia Cup, 2005/06 / Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩।
- ↑ "Raj leads India to Asia Cup glory"। ESPNcricinfo। ৪ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩।
- ↑ ESPNcricinfo Asia Cup page ESPNcricinfo. Retrieved on 16 February 2022