২০০৪ মহিলা এশিয়া কাপ
২০০৪ মহিলা একদিনের আন্তর্জাতিক এশিয়া কাপ হল এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ আসর।[৩] টুর্নামেন্টে অংশ নেওয়া দুটি দল ছিল ভারত ও শ্রীলঙ্কা। এটি শ্রীলঙ্কায় ১৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০০৪ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচগুলো সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং ক্যান্ডি ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। ভারত উদ্বোধনী সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে ৫–০ ব্যবধানে প্রতিযোগিতাটি জিতেছিল।[৪]
তত্ত্বাবধায়ক | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
---|---|
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক ক্রিকেট |
আয়োজক | শ্রীলঙ্কা |
বিজয়ী | ভারত (১ম শিরোপা) |
রানার-আপ | শ্রীলঙ্কা |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ২ |
খেলার সংখ্যা | ৫ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | অঞ্জুম চোপড়া |
সর্বাধিক রান সংগ্রহকারী | অঞ্জু জৈন (২৩১)[১] |
সর্বাধিক উইকেটধারী | মমতা মাবেন (১০)[২] |
দলীয় সদস্য
সম্পাদনাম্যাচ সারাংশ
সম্পাদনা- কোডুপুল্লে ইন্দ্রাণী (শ্রীলঙ্কা) তিনি ওডিআইতে অভিষেক করেছিলেন।
- চামারি পোলগাম্পোলা (শ্রীলঙ্কা) তিনি ওডিআইতে অভিষেক করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ "Women's Asia cup cricket from May two"। sundaytimes.lk। ২৭ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩।
- ↑ "Women's Asia Cup, 2004 / Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩।
- ↑ ESPNcricinfo Asia Cup page ESPNcricinfo. Retrieved 24 October 2021