১,৩,৫-ট্রাইঅক্সেন
১,৩,৫-ট্রাইঅক্সেন (ইংরেজি: 1,3,5-Trioxane, যা ট্রাইঅক্সেন বা ট্রাইঅক্সিন নামেও পরিচিত) হল C3H6O3 আণবিক সংকেত বিশিষ্ট একটি রাসায়নিক যৌগ। এটি ক্লোরোফর্মের মত গন্ধযুক্ত একটি সাদা রঙের কঠিন পদার্থ। এটি ফরমালডিহাইডের একটি স্থিতিশীল চাক্রিক ট্রাইমার এবং ট্রাইঅক্সেনের তিনটি সমাণুর একটি। এর আণবিক কাঠামে ছয় সদস্যবিশিষ্ট একটি চক্রকে ভিত্তি করে গঠিত, যার তিনটি কার্বন পরমাণু এবং বাকি তিনটি অক্সিজেন।
| |||
নামসমূহ | |||
---|---|---|---|
ইউপ্যাক নাম
1,3,5-Trioxane
| |||
অন্যান্য নাম
এস-ট্রাইঅক্সেন; ১,৩,৫-ট্রাইঅক্সাসাইকালোহেক্সেন; ট্রাইঅক্সিমিথাইলিন; মেটাফরমালডিহাইড; ট্রাইঅক্সিন
| |||
শনাক্তকারী | |||
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|||
সিএইচইবিআই | |||
কেমস্পাইডার | |||
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০০৩.৪৬৬ | ||
ইসি-নম্বর | |||
আরটিইসিএস নম্বর |
| ||
ইউএনআইআই | |||
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|||
| |||
| |||
বৈশিষ্ট্য | |||
C3H6O3 | |||
আণবিক ভর | ৯০.০৮ g·mol−১ | ||
বর্ণ | White crystalline solid | ||
ঘনত্ব | ১.১৭ গ্রাম/সেন্টিমিটার৩ (৬৫ °সে)[১] | ||
গলনাঙ্ক | ৬২ °সে (১৪৪ °ফা; ৩৩৫ K)[১] | ||
স্ফুটনাঙ্ক | ১১৫ °সে (২৩৯ °ফা; ৩৮৮ K)[১] | ||
২২১ গ্রাম/লিটার[১] | |||
ঝুঁকি প্রবণতা | |||
আর-বাক্যাংশ | আর২২ | ||
এস-বাক্যাংশ | এস২৪/২৫ | ||
এনএফপিএ ৭০৪ | |||
ফ্ল্যাশ পয়েন্ট | ৪৫ °সে (১১৩ °ফা)[১] | ||
সম্পর্কিত যৌগ | |||
সম্পর্কিত যৌগ
|
ফর্মালডিহাইড | ||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
যাচাই করুন (এটি কি ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
উৎপাদন
সম্পাদনাএসিড প্রভাবকের উপস্থিতিতে ফরমালডিহাইডের গাঢ় জলীয় দ্রবণের চাক্রিক ট্রাইমারকরণের মাধ্যমে ট্রাইঅক্সেন পাওয়া যায়।[২]
ব্যবহার
সম্পাদনাফরমালডিহাইড ও প্যারাফরমালডিহাইডের পরিবর্তে প্রায়ই ট্রাইঅক্সেন ব্যবহৃত হয়।[৩][৪] পলিঅক্সিমিথাইলিন প্লাস্টিক তৈরি করতে ফরমালডিহাইডকে ট্রাইঅক্সেনে রূপান্তর করে নিতে হয়।[২] এছাড়া, ট্রাইঅক্সেনের ফরমালডিহাইড মুক্ত করার প্রবণতাকে কাজে লাগিয়ে একে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। উদাহরণ স্বরূপ কাঠের জিনিস ও বস্ত্র শিল্পে বাইন্ডার হিসেবে এটি ব্যবহার করা যায়। ট্রাইঅক্সেনকে হেক্সামিনের সাথে মিশ্রিত করে একে সংকুচিত করে হেক্সামিন ফুয়েল ট্যাবলেট প্রস্তুত করা হয়, যা সেনা সদস্য এবং তাবুবাসীরা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে।
গবেষণাগারে ফরমালডিহাইডের অনাদ্র উৎস হিসেবে ট্রাইঅক্সেন ব্যবহার করা হয়।[৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ Record in the GESTIS Substance Database from the IFA
- ↑ ক খ Reuss, Günther; Disteldorf, Walter; Gamer, Armin Otto; Hilt, Albrecht (২০০০)। "ফরমালডিহাইড"। উলম্যানস এনসাইক্লোপিডিয়া অব ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওয়েইনহেইম: উইলি-ভিসিএইচ। ডিওআই:10.1002/14356007.a11_619।
- ↑ কে. চেন; সি. এস. ব্রুক; এ. বি. স্মিথ, III (১৯৯৮)। "৬,৭-ডাইহাইড্রোসাইক্লোপেন্টা-১,৩-ডাইঅক্সিন-৫(৪এইচ)-ওন"। অর্গানিক সিন্থেসিস (ইংরেজি ভাষায়)। ৭৫: ১৮৯। ডিওআই:10.15227/orgsyn.075.0189।
- ↑ ডি. এস. কনর; জি. ডব্লিউ. ক্লেইন; জি. এন. টেইলর; আর. কে. বোয়েকম্যান, জুনিয়র; জে. বি. মেডউইড (১৯৭২)। "বেনজাইল ক্লোরোমিথাইল ইথার"। অর্গানিক সিন্থেসিস (ইংরেজি ভাষায়)। ৫২: ১৬। ডিওআই:10.15227/orgsyn.052.0016।
- ↑ ডব্লিউ. ও. টিটার্স; এম. এ. গ্র্যাডস্টেন (১৯৫০)। "Hexahydro-1,3,5-Tripropionyl-s-Triazine"। অর্গানিক সিন্থেসিস (ইংরেজি ভাষায়)। ৩০: ৫১। ডিওআই:10.15227/orgsyn.030.0051।