১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফাইনাল হচ্ছে ১৯৯৮ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ ও শিরোপা নির্ধারণী খেলা। এটি ছিলো ফিফা বিশ্বকাপের ১৬তম আসরের ফাইনাল। এই খেলায় অংশগ্রহণ করেছিলো ফ্রান্স ও ব্রাজিল। খেলাটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের Stade de France স্টেডিয়ামে। খেলায় ফ্রান্স ৩-০ গোলে জয়লাভ করার মাধ্যমে তাদের ১ম বিশ্বকাপ শিরোপা জয় করে। খেলাটিতে ফ্রান্সের জিনেদিন জিদান ২ টি এবং ইমানুয়েল পেতিত ১টি গোল করেন। ওই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন জিনেদিন জিদান (ফ্রান্স)। এই ম্যাচের মাধ্যমেই ব্রাজিল ও ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপে্র ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়।[১]