১৯০৭ কোপা দেল রেই

(১৯০৭ কোপা দেল রে থেকে পুনর্নির্দেশিত)

১৯০৭ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের পঞ্চম আসর।

১৯০৭ কোপা দেল রে
৫ম কোপা দেল রে
দেশস্পেন স্পেন
দল
বর্তমান চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি
চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি (৩য় শিরোপা)
রানার্স-আপক্লাব বিজকায়া দে বিলবাও
ম্যাচ খেলেছে১১
গোল সংখ্যা৩৮ (ম্যাচ প্রতি ৩.৪৫টি)
শীর্ষ গোলদাতাস্পেন সানচেজ নেয়রা (৫টি গোল)
শীর্ষ গোলদাতাস্পেন সানচেজ নেয়রা (৫টি গোল)

কোপা দেল রের এই আসরটি ১৯০৭ সালের ২৪শে মার্চ তারিখে শুরু হয় এবং ১৯০৭ সালের ৩০শে মার্চ তারিখে সমাপ্ত হয়। এটি একটি গ্রুপভিত্তিক প্রতিযোগিতা ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ শেষে মাদ্রিদ এফসি এবং ক্লাব বিজকায়া দে বিলবাও ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। অতঃপর ফাইনাল ক্লাব বিজকায়াকে ১–০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে মাদ্রিদ এফসি।

অংশগ্রহণকারী সম্পাদনা

এই আসরে অংশগ্রহণকারী ৫টি ফল হচ্ছে:

গ্রুপ পর্ব সম্পাদনা

ক্লাব বিজকায়া দে বিলবাও৩–২[১]মাদ্রিদ এফসি
সিমন্স  
গোয়োয়াগা  
সিমন্স  
ফেদেরিকো রেভুয়েলতো  
মানুয়েল প্রাস্ত  
ভিগো এফসি১–৩[২]মাদ্রিদ এফসি
হাম্বলি   হোসে জিরাল্ট  
এম. ওকানিয়া   টেমপ্লেট:Own goal
আরমান্দো জিরাল্ট  
ক্লাব বিজকায়া দে বিলবাও৫–০[৩]হ্যামিল্টন এফসি
তোমাস মুরগা  
সিমন্স  
এরমেনেগিলদো গার্সিয়া  
এরমেনেগিলদো গার্সিয়া  
সিমন্স  
ভিগো এফসি২–১[৪]ক্লাব বিজকায়া দে বিলবাও
আবালো  
হোসে রদ্রিগেজ  
এরমেনেগিলদো গার্সিয়া  
মাদ্রিদ এফসি৫–০[৫]হ্যামিল্টন এফসি
আরমান্দো জিরাল্ট  
সানচেজ নেয়রা  
সানচেজ নেয়রা  
আরমান্দো জিরাল্ট  
সানচেজ নেয়রা  
মাদ্রিদ এফসি৪–২[৮][৯][১০]রেক্রেতিভো উয়েলভা
সানচেজ নেয়রা  
সানচেজ নেয়রা  
ফেদেরিকো রেভুয়েলতো  
আরমান্দো জিরাল্ট  
?  
বালবুয়েনা   গো
ক্লাব খেলেছে জয় ড্র হার স্বগো বিগো পয়েন্ট
ক্লাব বিজকায়া দে বিলবাও ১৩
মাদ্রিদ এফসি ১৪
ভিগো এফসি
হ্যামিল্টন এফসি ১২
রেক্রেতিভো উয়েলভা ১৩

প্লে-অফ টাইব্রেকারের ফাইনাল সম্পাদনা

কোপা দেল রে ১৯০৭ বিজয়ী
মাদ্রিদ এফসি
৩য় শিরোপা

তথ্যসূত্র সম্পাদনা

বহিসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:১৯০৬–০৭-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৭–০৮-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)