হেলসিঙ্কি ফুটবল ক্লাব

হেলসিঙ্গিন জালকাপাল্লোক্লুবি (ফিনীয়: Helsingin Jalkapalloklubi, ইংরেজি: Helsinki Football Club; এছাড়াও এইচজেকে হেলসিঙ্কি, হেলসিঙ্কি ফুটবল ক্লাব, হেলসিঙ্কি এফসি অথবা শুধুমাত্র এইচজেকে নামে পরিচিত) হচ্ছে হেলসিঙ্কি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ১৯শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এইচজেকে তাদের সকল হোম ম্যাচ হেলসিঙ্কির বোলত এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৭৭০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টনি কস্কেলা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অল্লি-পেক্কা লিতিকাইনেন। ফিনীয় রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাই আলহো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এইচজেকে
হেলসিঙ্কি ফুটবল ক্লাব লোগো.svg
পূর্ণ নামহেলসিঙ্গিন জালকাপাল্লোক্লুবি
ডাকনামক্লুবি (ক্লাব)
প্রতিষ্ঠিত১৯ জুন ১৯০৭; ১১৫ বছর আগে (1907-06-19)
মাঠবোলত এরিনা[১]
ধারণক্ষমতা১০,৭৭০
সভাপতিফিনল্যান্ড অল্লি-পেক্কা লিতিকাইনেন
ম্যানেজারফিনল্যান্ড টনি কস্কেলা[২]
লিগভেইক্কাউসলিগা
২০১৯৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এইচজেকে এপর্যন্ত ৪৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২৯টি ভেইক্কাউসলিগা, ১৩টি ফিনীয় কাপ এবং ৫টি ফিনীয় লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:হেলসিঙ্কি ফুটবল ক্লাব টেমপ্লেট:ভেইক্কাউসলিগা