হেরার্দো ফের্নান্দেস নোরোনিয়া

হোসে হেরার্দো রোদোলফো ফের্নান্দেস নোরোনিয়া (জন্ম: ১৯ মার্চ ১৯৬০) লেবার পার্টির একজন মেক্সিকান রাজনীতিবিদ (পূর্বে গণতান্ত্রিক বিপ্লবের পার্টি থেকে)। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিনি ফেডারেল জেলার প্রতিনিধিত্বকারী মেক্সিকান কংগ্রেসের ৬১তম আইনসভার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন।

হেরার্দো ফের্নান্দেস নোরোনিয়া
ডেপুটিদের সমিতি এর সদস্য
মেক্সিকো সিটি এর ৪র্থ জেলার জন্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ সেপ্টেম্বর ২০১৮
পূর্বসূরীএর্নেস্তিনা গদয় রামোস
ডেপুটিদের সমিতি এর সদস্য
ফেডারেল জেলার ১৯ তম জেলার জন্য
কাজের মেয়াদ
১ সেপ্টেম্বর ২০০৯ – ৩১ আগস্ট ২০১২
পূর্বসূরীসিলভিয়া অলিভা ফ্রাগোসো
উত্তরসূরীআলেইদা আলাভেজ রুইজ
ব্যক্তিগত বিবরণ
জন্মহোসে হেরার্দো রোদোলফো ফের্নান্দেস নোরোনিয়া
(1960-03-19) ১৯ মার্চ ১৯৬০ (বয়স ৬৪)
মেক্সিকো সিটি, মেক্সিকো[১]
জাতীয়তামেক্সিকীয়
রাজনৈতিক দলপিআরডি পার্টি (১৯৯৪-২০০৮)[২]
পিটি পার্টি (২০০৯-বর্তমান; আংশিক সম্পর্কিত)
প্রাক্তন শিক্ষার্থীউনিভেরসিদাদ আউতোনোমা মেত্রোপোলিতানা
পেশাসমাজবিজ্ঞানী, রাজনীতিবিদ
স্বাক্ষর

তিনি চেম্বার অফ ডেপুটিসে লেবার পার্টিতে নির্বাচিত হয়ে মেক্সিকো সিটির প্রতিনিধি হিসেবে ২০১৮ থেকে শুরু করে আবার দায়িত্ব পালন করেন।

তিনি উনিভেরসিদাদ আউতোনোমা মেত্রোপোলিতানা-আসকাপোতসালকো থেকে সমাজবিজ্ঞানে স্নাতক করেছেন। [৩]

২০২১ সালের জুলাই মাসে, তিনি কোভিড-১৯ এ শনাক্ত হয়েছিলেন। তিনি কোভিড-১৯ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য সমালোচিত হয়েছেন, যেমন তিনি বলেছেন যে ফেস মাস্ক ভাইরাসের বিস্তার এড়াতে সহায়ক নয়। [৪] ২০২২ সালের জানুয়ারিতে, তিনি দ্বিতীয়বার কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Perfil del legislador"। Legislative Information System। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  2. Morales, Alberto (২৮ নভেম্বর ২০০৮)। "Renuncia Fernández Noroña a militancia perredista"। El Universal। ১২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৪ 
  3. https://www.cedulaprofesional.sep.gob.mx/cedula/presidencia/indexAvanzada.action
  4. "Fernández Noroña se contagia de COVID-19 por segunda vez"El Financiero (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩