হেপবার্ন রোমান লিপি

হেপবার্ন রোমান লিপি পদ্ধতি (জাপানি: ヘボン式ローマ字, হেপবার্ন: হেবন-শিকি রোমাজি) নামকরণ করা হয় জেমস কারটিস হেপবার্ন এর নামানুসারে, যিনি এটি কে কাজে লাগিয়ে জাপানী ভাষাকে উচ্চারণ অনুসারে রোমান হরফে প্রবর্তন করেন। ১৮৮৭ সালে প্রকাশিত তার রচিত ইংরেজি-জাপানী অভিধানের তৃতীয় সংষ্করণে এর সুচনা হতে দেখা যায়। কিন্তু এর মূল প্রস্তাবকারী হিসেবে Romanization Club (羅馬字会, রোমাজিকাই) এর ১৮৮৫ সালের উদ্যোগ হিসেবে উল্লেখিত হয়। ১৯০৮ সালের রোমাজি-হিরোমি-কাই পুস্তককে বলা হয় "পরিমিত রীতির রোমানীকরণ" (標準式ローマ字, হেইউজুন-শিকি-রোমাজি) এবং একেই জাপানে হেপবার্ন পদ্ধতি হিসেবে ঐতিহ্যবাহী জাপানী ভাষা লিখন রীতিতে ব্যবহৃত হয়[১]

রোমান হরফে জাপানি ভাষা

আরও দেখুন সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. ヘボン式ローマ字綴り (Japanese ভাষায়)। Sanseido। ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৫, ২০১১ 

তথ্যসূত্র সম্পাদনা

বহিসংযোগ সম্পাদনা