হুসেইন কাভাজোভিচ (৩ জুলাই ১৯৬৪) হলেন একজন বসনিয়ান ইসলামি ধর্মগুরু এবং সেপ্টেম্বর ২০১২ থেকে বসনিয়া ও হার্জেগোভিনার প্রধান মুফতি (রঈসুল উলামা)। তিনি তুজলার মুফতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

হুসেইন কাভাজোভিচ
হুসেইন কাভাজোভিচ
উপাধিবসনিয়া হার্জেগোভিনার প্রধান মুফতি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1964-07-03) ৩ জুলাই ১৯৬৪ (বয়স ৫৯)
ধর্মইসলাম
জাতীয়তাবসনীয়
আখ্যাসুন্নি
শিক্ষালয়হানাফি
যেখানের শিক্ষার্থীআল-আজহার বিশ্ববিদ্যালয়
সারাজেভো বিশ্ববিদ্যালয়
মুসলিম নেতা
কাজের মেয়াদসেপ্টেম্বর ২০১২ – বর্তমান
পূর্বসূরীমুস্তফা চেরিক
পূর্ববর্তী পদতুজলার মুফতি

জীবনী সম্পাদনা

তিনি হাসান এবং সায়মা কাভাজোভিচের পুত্র।[১] তিনি গ্রাদাচাকের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারপর সারাজেভোতে গাজি হুসরেভ-বেগোভা মাদ্রাসাতে ভর্তি হন। সেখানে তিনি ১৯৮৩ সালে স্নাতক হন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামি আইন অধ্যয়নের জন্য যুগোস্লাভিয়া ত্যাগ করেন। তারপরে সারায়েভো বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ অনুষদে শরিয়া আইনে তার মাস্টার্স থিসিস শেষ করার জন্য দেশে ফিরে আসেন।[২][৩]

এরপর তিনি ১৯৯৩ থেকে ২০১২ সাল পর্যন্ত তুজলার মুফতি হিসাবে দায়িত্ব পালন করেন। তার পূর্বে তিনি স্রেব্রেনিক এবং গ্রাদাচাকের ইসলামি সম্প্রদায়ে ইমাম, খতিব এবং মুয়াল্লিম (প্রভাষক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামিক কমিউনিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

২০১২ সালে ইসলামী সম্প্রদায় থেকে ১৮৮২ সাল থেকে ১৪তম বসনিয়ান গ্র্যান্ড মুফতি মুস্তাফা সেরিচের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত হন। সারায়েভোর প্রধান মসজিদ গাজি হুসরেভ-বেগ মসজিদে ভোটাভুটিতে তিনি ৩৮২ টি ভোটের মধ্যে ২৪০ টি ভোট পেয়েছিলেন। তার নির্বাচনী কর্মসূচিতে কাভাজোভিচ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা এবং "ইসলামি ধর্মীয় সম্প্রদায়ের কাজে মহিলাদের অন্তর্ভুক্তি" এর জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি জোর দিয়েছিলেন।

একটি চুক্তির অধীনে, কাভাজোভিচকে হাঙ্গেরির গ্র্যান্ড মুফতি হিসাবেও কাজ করার পরামর্শ দেওয়া হয়েছিল।[৪]

তিনি বসনিয়ান, আরবি এবং ইংরেজিতে কথা বলেন।[৫][৬][৭][৮]

বিতর্ক সম্পাদনা

২০১৬ সালের মে মাসে সুইজারল্যান্ডে দেওয়া তার ভাষণে কাভাজোভিচ বলেছিলেন যে "ভ্লাচদের স্রেব্রেনিকা শাসন করার" অনুমতি দেওয়া উচিত নয়, সার্বদের জন্য একটি অবমাননাকর শব্দ ব্যবহার করে যার অর্থ "বিদেশী" বা “সমাজের মেষপালক”। যদিও কাভাজোভিচের পৈতৃক পূর্বপুরুষরাও সার্ব জাতীর পূর্ব হার্জেগোভিনার মুসলিম বসতি স্থাপনকারীদের অন্যতম ছিলেন।[৯][১০][১১] তিনি আরও বলেন, 'হয় আমরা নিজেদেরকে রক্ত-পানিতে ধৌত করবো অথবা প্রতি চার বছর পর পর নির্বাচনে যাবো, তবুও আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করবই। বসনিয়াকদের বেছে নিন, আমরা প্রতি ২০-৩০ বছর পর পর রক্ত ঝরাব বা নির্বাচনে যাব। আমাদের ঘড় আমাদের দায়িত্ব, এবং বিশেষত স্রেব্রেনিকা সংরক্ষণ করা আমাদের কর্তব্য। তাদের থেকে এবং তাদের কবরস্থানগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। নিজের মাতৃভূমির জন্য জেগে ওঠো'।[১২]

আইএসআইএস ম্যাগাজিন-এর বসনিয়ান ভাষার সংস্করণ আল রুমিয়াহ-তে বসনিয়ার অন্যান্য মুসলিম কর্মকর্তাদের সাথে কাভাজোভিচকেও একাধিকবার আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছে।[১৩]

পাদটীকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Biografija reisu-l-uleme mr. Husein ef. Kavazovića (pristupljeno 5. septembra 2013. g.)"। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Novi reisu-l-ulema mr. Husein ef. Kavazović"balkanpost.net। ৩০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  3. "Ko je Husein ef. Kavazović: Od borca s puškom u ruci do reisa"AKOS.ba। ২০১৫-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  4. "Gvardijan i reis: Biti čovjek u najtežim vremenima" 
  5. "Biografija mr. Husein ef. Kavazović" (পিডিএফ)rijaset.ba। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  6. "Neuer religiöser Führer für Muslime in Bosnien"dw.com। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  7. "Gvardijan i reis: Biti čovjek u najtežim vremenima"balkans.aljazeera.net। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  8. "Uvjerljiva podrška Huseinu ef. Kavazoviću"dw.com। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৬ 
  9. "Glasnik Srpskog geografskog društva: Bulletin de la Société serbe de geographie, Volumes 18-19, sveska XIX, str. 37"। ১৯৩৩। 
  10. "Osnove za geografiju i geologiju Makedonije i Stare Srbije, page 493"। ১৩ মে ২০১১। 
  11. "Tuzlanski.ba"। ২৫ মে ২০১৬। 
  12. "Kavazović: Ne dozvolite da "vlah" vlada Srebrenicom ili da lijemo krv svakih 20 godina (VIDEO)"Nezavisne novine। ২৪ মে ২০১৬। 
  13. "Bosnia Urged To Protect Clerics From ISIS Threats"। ১৭ জুলাই ২০১৭।