হুরাসাগর নদী

বাংলাদেশের নদী

হুরাসাগর নদী বাংলাদেশের উত্তরাংশের সিরাজগঞ্জ জেলা, পাবনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার, প্রস্থ ৬০ মিটার এবং গভীরতা ৭ মিটার। নদী অববাহিকার আয়তন ৩০০ বর্গকিলোমিটার।[১]

হুরাসাগর নদী
মখদুম শাহদৌলার মাজার এবং হুরাসাগর নদী
মখদুম শাহদৌলার মাজার এবং হুরাসাগর নদী
মখদুম শাহদৌলার মাজার এবং হুরাসাগর নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল রাজশাহী বিভাগ
নগর সিরাজগঞ্জ জেলা, পাবনা জেলা,
দৈর্ঘ্য ৬৬ কিলোমিটার (৪১ মাইল)

বগুড়া নগরবাড়ি পাকা সড়ক থেকে দুই কিলোমিটার পূর্বে হুরাসাগর নদীর পশ্চিম তীরে অবস্থিত[২] বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত তিনটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হচ্ছে শাহজাদপুর দরগাহ মসজিদ, হযরত মখদুম শাহদৌলার মাজার এবং শামসুদ্দিন তাবরিজির মাজার[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ১৮৬, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  2. আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ঝিনুক প্রকাশনী; তৃতীয় মুদ্রণঃ মার্চ ২০১৩; পৃষ্ঠা- ৩২১-৩২৩, ISBN 984- 70112-0112-0
  3. "প্রত্নস্হলের তালিকা"বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরhttp://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)