হুজুরিপাড়া ইউনিয়ন

রাজশাহী জেলার পবা উপজেলার একটি ইউনিয়ন

হুজুরিপাড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হুজুরিপাড়া
ইউনিয়ন
হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
হুজুরিপাড়া রাজশাহী বিভাগ-এ অবস্থিত
হুজুরিপাড়া
হুজুরিপাড়া
হুজুরিপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
হুজুরিপাড়া
হুজুরিপাড়া
বাংলাদেশে হুজুরিপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′১১″ উত্তর ৮৮°৩৩′৫৮″ পূর্ব / ২৪.৪৫৩০৬° উত্তর ৮৮.৫৬৬১১° পূর্ব / 24.45306; 88.56611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
উপজেলাপবা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: আখতার ফারুক
আয়তন
 • মোট১০.৯৮ বর্গকিমি (৪.২৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[১])
 • মোট১৬,২০২
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটhujuriparaup.rajshahi.gov.bd
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

হুজুরিপাড়া ইউনিয়নের আয়তন ১০.৯৮ বর্গ কিলোমিটার। হুজুরিপাড়া ইউনিয়নের পূর্বে নওহাটা পৌরসভা অবস্থিত। পশ্চিম দিকে দর্শনপাড়া ইউনিয়ন[২]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এখানে গ্রামের সংখ্যা ৩৪ টি, মৌজার সংখ্যা ১৩ টি এবং হাট/বাজার সংখ্যা ০২ টি। এই ইউনিয়নের গ্রামগুলোর নাম হচ্ছেঃ কৈকুড়ি, শরিষাকুড়ি, দারুশা পশ্চিমপাড়া, দারুশা হাটপাড়া, দারুশা দিঘিপাড়া, বেজুড়া সল্লাপাড়া, কর্ণহার, কর্ণহার গুচ্ছগ্রাম, বাতাশমোল্লা, সরমংলা, কুমড়াপুকুর, বেজুড়া, মোল্লাডাইং, ডাংগেরহাট, শিশাপাড়া, সাহাপুর, রাধানগর, বরমত্তরপাড়া, গোধাপাড়া, আফিপাড়া, নেপালপাড়া, দেবেরপাড়া, সায়ের পুকুর, করমজা, তুরাপুর, উত্তর লক্ষিপুর, তেঁতুলিয়া , ঘিপাড়া, ঠাকুরপাড়া, মালিগাছা, ধর্মহাটা, হুজরীপাড়া, কবিরাজপাড়া ও বাজিতপুর।[২]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ১৬২০২ জন (প্রায়)।[২] এই ইউনিয়নে মোট ৬৫৮৪টি পরিবার আছে।

শিক্ষা সম্পাদনা

হুজুরিপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ৩৭%। বাংলাদেশর সাক্ষরতার হারহান ৩২.৪%। শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ০২টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৪টি, মাদ্রাসা- ০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৪টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০১টি।[২]

অর্থনীতি সম্পাদনা

নদীসমূহ সম্পাদনা

হুজরীপাড়া ইউনিয়নে একটি খাল রয়েছে। এটি হুজরীপাড়া ইউনিয়নের কুমড়াপুকুর গ্রাম থেকে দর্শনপাড়া ইউনিয়নের কিছু অংশ জুড়ে প্রবাহিত হয়ে দুয়ারী নদীতে মিলিত হয়েছে। পদ্মা নদীর উপচে পড়া পানি এ খাল দিয়ে প্রবাহিত হয়ে থাকে। খাল টির আনুমানিক দৈর্ঘ্য ৭.০০ কি:মি:। এ খাল টিতে প্রায় সারা বছরই পানি পাওয়া যায়। এ খালে বিভিন্ন প্রজাতীর মাছ উৎপাদন হয় এবং কৃষকেরা খালের পানি সেচ কাজে ব্যবহার করে কৃষিজাত ফসল উৎপাদনে উন্নতি সাধন করে। অত্র ইউনিয়নে কোন নদ-নদী নাই।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
  2. "এক নজরে ১নং হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ"। hujuriparaup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা