হিন্দু স্কুল, কলকাতা

কলকাতার একটি বিদ্যালয়, পশ্চিমবঙ্গ
(হিন্দু স্কুল থেকে পুনর্নির্দেশিত)

হিন্দু স্কুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত একটি বিদ্যালয়।[] এটি কলকাতার প্রাচীনতম আধুনিক বিদ্যালয় এবং ভারতের প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম। একইসঙ্গে এটি পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ও ভারতের শ্রেষ্ঠতম সরকারি বিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি কলকাতার কলেজ স্ট্রিট (কলকাতা) অঞ্চলে অবস্থিত।[] এটি ইংরাজি ১৮১৭ সালে[][] প্রতিষ্ঠিত হওয়ার পরে বহু কৃতিবিদ্য ছাত্র উপহার দিয়েছে। ইংরাজি ১৮১৭ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত এই বিদ্যায়তনকে প্রাচ্যের ইটন নামে অভিহিত করা হয়।

হিন্দু স্কুল
স্কুল ক্যাম্পাসে
ঠিকানা
মানচিত্র

কলকাতা
,
পশ্চিমবঙ্গ
,
৭০০০৭৩

ভারত
তথ্য
ধরনসরকারি
নীতিবাক্যতমসো মা জ্যোতির্গময়ঃ
প্রতিষ্ঠাকাল২০ জানুয়ারি ১৮১৭
প্রতিষ্ঠাতারাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, রসময় দত্ত, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার, স্যার এডওয়ার্ড
বিদ্যালয় বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
কর্তৃপক্ষপশ্চিমবঙ্গের সরকার
বিভাগউচ্চ মাধ্যমিক
অধ্যক্ষশুভ্রজিৎ দত্ত
অনুষদ৫৩
শিক্ষকমণ্ডলী১৯
লিঙ্গছেলে
শিক্ষার্থী সংখ্যা১৩০০
ক্যাম্পাসউর্বাণ
প্রাক্তন শিক্ষার্থীদেখুন তালিকা হিন্দু কলেজ
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
হিন্দু স্কুল, কলকাতা।

অবকাঠামো

সম্পাদনা

হিন্দু স্কুলে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কেবলমাত্র ছাত্রদের পড়ানো হয়। এটি প্রকৃতপক্ষে একটি সরকারি স্কুল। এই স্কুলে বিশালাকার শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরী আছে। প্রাথমিক স্তরের শিক্ষা সরাসরি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মাধ্যমিক স্তরের শিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী হয়ে থাকে। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠক্রম অনুযায়ী হয়। শিক্ষার প্রধান ভাষা বাংলা।[তথ্যসূত্র প্রয়োজন]

ছাত্র সংখ্যা

সম্পাদনা

২০২৪ শিক্ষাবর্ষে এই স্কুলে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০০ জন ছাত্র পড়াশোনা করে। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র সংখ্যা ৮০০ জন। মোট ছাত্রসংখ্যা ১৩০০ জন।[]

প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Education First"school.banglarshiksha.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  2. "Best Education Portal in West Bengal, India"Education Bengal (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  3. "Hindu School Kolkata: Admission 2021-2022, How to Apply, Eligibility Criteria"Edudwar (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  4. "Hindu School Kolkata Admissions, Address, Fees, Review"www.eduvidya.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  5. বিদ্যালয় বিবরণী, সংগ্রহের তারিখ: ৯ সেপ্টেম্বর, ২০২৪