প্রথম বাংলা থিয়েটার প্রতিষ্ঠিত হয় ১৭৯৫ সালের প্রারম্ভে। রাশিয়ান ভারত বিশারদ গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ এর প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত। তবে প্রসন্নকুমার ঠাকুর প্রথম ভারতীয় বাংলা থিয়েটার হিসেবে ১৮৩১ সালে "হিন্দু থিয়েটার" প্রতিষ্ঠা করেন।

বহিঃসংযোগ সম্পাদনা