হাসাইল-বানারী ইউনিয়ন
হাসাইল-বানারী ইউনিয়ন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত টংগিবাড়ী উপজেলার একটি ইউনিয়ন।
হাসাইল-বানারী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে হাসাইল-বানারী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩০′৪১″ উত্তর ৯০°২৮′১০″ পূর্ব / ২৩.৫১১৩৯° উত্তর ৯০.৪৬৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
উপজেলা | টংগিবাড়ী উপজেলা ![]() |
ইউনিয়ন | হাসাইল-বানারী |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
আয়তন | |
• মোট | ১৬.৩৭ বর্গকিমি (৬.৩২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৯,০৮৬ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪২.৯৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগোলিক উপাত্ত সম্পাদনা
হাসাইল-বানারী ইউনিয়নের মোট আয়তন ৪০৪৬ একর। [১] গ্রাম - ১৭ টি, মৌজা - ১৩ টি। [২]
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী হাসাইল-বানারী ইউনিয়নের মোট জনসংখ্যা ৯০৮৬ জন। এদের মধ্যে ৪৫৫০ জন পুরূষ এবং ৪৫৩৬ জন মহিলা। [১]
ইতিহাস সম্পাদনা
পদ্মা বিধৌত হাসাইল বানারী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনবসতি ছিল। বর্তমানে পদ্মার ভাংগনে এই ইউনিয়নের অধিকাংশ এলাকা বিলীন হয়ে গেছে। বানারী, পশ্চিম বিধুয়াইল, পাঁচন খোলা, নোয়াদ্দা, হাসাইল, শিলপারান, নগরজোয়ার সহ সবগুলো গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন এ ইউনিয়নের জনগণ পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়ন এবং পদ্মার চরে বসবাস করে।[তথ্যসূত্র প্রয়োজন] এই ইউনিয়নে একটি কমপ্লেক্স ভবন ছিল। স্বাধীনতার আগে এই ইউনিয়নের সবচেয়ে সফল চেয়ারম্যান, পশ্চিম বিধুয়াইল নিবাসী মরহুম আব্দুল জব্বার শেখ উক্ত কমপ্লেক্স ভবনটি নির্মাণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] হাসাইল হাট ছিল এখানকার বিখ্যাত হাট। বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ছিল এ ইউনিয়নের একমাত্র উচ্চবিদ্যালয়। পদ্মার করালগ্রাসে যা এখন রুগ্ন অবস্থায় চলছে।
শিক্ষা সম্পাদনা
শিক্ষার হার ৪২.৯৬%। [১]
- প্রাথমিক বিদ্যালয় – ৬ টি
- উচ্চ বিদ্যালয় – ১ টি
- মাদরাসা - ৫ টি [২]
অর্থনীতি সম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা
- দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ;শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। তার স্ত্রী কাদম্বিনী গাঙ্গুলিকে তিনি ভারত ( ব্রিটিশ ইন্ডিয়ার) মহাদেশের প্রথম নারী ডাক্তার হিসেবে London এ উচ্চতর ডিগ্রি পাস করিয়ে প্রতিষ্ঠিত করেন।
- ফজলে কবির; সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক; সাবেক মহাপরিচালক সোনালী ব্যাংক।
দশনীয় স্থান সম্পাদনা
- হাসাইল বানারী আশ্রয়ণ প্রকল্প [২]
বিবিধ সম্পাদনা
আরও দেখুন সম্পাদনা
বহিঃসংযোগ সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ "টংগিবাড়ী উপজেলা"। বাংলা পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "হাসাইল ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।