হায়দ্রাবাদ বিভাগ

হায়দ্রাবাদ বিভাগ (সিন্ধি: حيدرآباد ڊويزن) পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রশাসনিক বিভাগ। ২০০০ সালে বিভাগটি বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু ১১ জুলাই ২০১১ তারিখে আবারো পূর্বের নামে ফিরিয়ে আনা হয়।[১]

হায়দ্রাবাদ হচ্ছে হায়দ্রাবাদ বিভাগের বিভাগীয় সদর দপ্তর। হায়দ্রাবাদ বিভাগ থেকে বাদিন, সুজাওয়াল এবং থাট্টা বিভাগ পৃথক পৃথকভাবে বানভোর বিভাগ গঠন করার পর অবশিষ্ট হায়দ্রাবাদ বিভাগে বর্তমানে ৬টি জেলা রয়েছে:[২][৩]

হায়দ্রাবাদ বিভাগের জেলা
জেলা অঞ্চল (কি:মি:) জনসংখ্যা
১৯৯৮ সালের আদমশুমারি
জনসংখ্যা
২০১৭ সালের আদমশুমারি
রাজধানী
দাদু ৭,৮৬৬ ১,১০৬,৭১৭ ১,৫৫০,২৬৬ দাদু
হায়দ্রাবাদ ৫,৫১৯ ১,৪৯৪,৮৬৬ ২,১৯৯,৪৬৩ হায়দ্রাবাদ
জামশরু ১১,২৫০ ৫৮২,০৯৪ ৯৯৩,১৪২ জামশরু
মতিয়ারি ১,৪১৭ ৪৯৪,২৪৪ ৭৬৯,৩৪৯ মতিয়ারি
সুজাওয়াল ৭,৩৩৫ ৭৮১,৯৬৭ সুজাওয়াল
তান্দো আল্লাহইয়ার ৫,১৬৫ ৪৯৩,৫২৬ ৮৩৬,৮৮৭ তান্দো আল্লাহইয়ার
তান্দো মুহাম্মাদ খান ২,৩১০ ৪৩৮,৬২৪ ৬৭৭,২২৮ তান্দো মুহাম্মাদ খান
মোট ৩৩,৫২৭ ৪,৬১০,০৭১ ৭,০২৬,৩৩৫ হায়দ্রাবাদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Karachi’s district status restored, notification issued ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে, Published in The News Tribe on 11 July 2011, Retrieved on 7 August 2012
  2. Divisions/Districts of Pakistan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ সেপ্টেম্বর ২০০৬ তারিখে
    Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  3. Five districts of Karachi restored, Published in The News on 11 July 2011, Retrieved on 7 August 2012