তান্দো আল্লাহইয়ার জেলা
তান্দো আল্লাহইয়ার জেলা (সিন্ধি: ضلعو ٽنڊو الهيار) পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। পৃথক জেলা হওয়ার আগ পর্যন্ত এটি হায়দ্রাবাদ জেলার একটি অংশ ছিল।
তান্দো আল্লাহইয়ার জেলা Tando Allahyar District ضلعو ٽنڊو الهيار | |
---|---|
জেলা | |
![]() মানচিত্রে সিন্ধু প্রদেশের তান্দো আল্লাহইয়ার জেলাকে চিহ্নিত করা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | তান্দো আল্লাহইয়ার |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ৮,৩৬,৮৮৭ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
ওয়েবসাইট | Tando Allahyar Official webpage |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১০ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী তান্দো আল্লাহইয়ার (শহুরে ও গ্রামীণ) জনসংখ্যার ছিল প্রায় ৫৭৫,০০০ জন এর মত। পরিসংখ্যান অনুযায়ী এখানকার জনসংখ্যার প্রায় ৮৫% আদিবাসী সিন্ধি ভাষাভাষাী এবং ১৫% জনসংখ্যা হচ্ছে উর্দু ভাষী। এছাড়াও ১৯৯৮ সালের আদমশুমারী অনুযায়ী তান্দো আল্লাহইয়ার তহসিলের মানুষের প্র্রধান ভাষা হিসেবে সিন্ধি (৮০%), উর্দু (১১%), পাঞ্জাবী (৪.৩%) এবং বেলুচি (২%) ব্যবহার করে থাকে। এছাড়াও অন্যান্য ভাষাগুলির মধ্যে রয়েছে, মেয়াতি, মারওয়ারি এবং সরাইকি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রশাসন
সম্পাদনাজেলাটি ৩টি তহসিল বিভক্ত, যার মধ্যে মোট ২০টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[২]
তহসিল | ইউনিয়ন পরিষদ |
---|---|
চ্যাম্বার | বেগার জারওয়ার চেম্বার-১ চেম্বার-২ ড্যাড খান জারওয়ার সঞ্জর চ্যাং |
ঝান্দু মারি | দসরি উমার সান্দ ঝান্ডো মারি মিরাবাদ মিসান পিয়ারো লুন্দ তান্দো সুমারো |
তান্দো আল্লাহইয়ার (শহর) | বুকেরা শরীফ ধিঙ্গানো বজদার পাক সিংহর শেখ মুসা তান্দো আল্লাহইয়ার ১ তান্দো আল্লাহইয়ার ২ তান্দো আল্লাহইয়ার ৩ তান্দো আল্লাহইয়ার নেসারপুর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "District Government of Tando Allahyar"। ২০১৩-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৯।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- 1998 District census report of Hyderabad। Census publication। 59। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।