হাভি গালান

স্পেনীয় ফুটবল খেলোয়াড়

হাভিয়ের গালান গিল (স্পেনীয়: Javi Galán; জন্ম: ১৯ নভেম্বর ১৯৯৪; হাভি গালান নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

হাভি গালান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাভিয়ের গালান গিল
জন্ম (1994-11-19) ১৯ নভেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান বাদাহোস, স্পেন
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৮, ৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

হাভিয়ের গালান গিল ১৯৯৪ সালের ১৯শে নভেম্বর তারিখে স্পেনের বাদাহোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Página oficial del Atlético de Madrid" [আতলেতিকো মাদ্রিদের মূল পাতা]। atleticodemadrid.com (ইংরেজি ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "Official Atlético de Madrid staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা