হাবশি বা সিদ্দি হল এক জাতীগত গোষ্ঠী যারা ভারতপাকিস্তানের কিছু অংশে বসবাস করে। এদের পূর্বপুরুষরা অধিকাংশরাই ছিল আবিসিনিয়ার আদিবাসী যাদের পর্তুগীজ ব্যবসায়ীরা ধরে ক্রীতদাস হিসেবে ভারতবর্ষে নিয়ে আসে।[] ভারতের হায়দ্রাবাদ, গুজরাতকর্ণাটকে এবং পাকিস্তানের মাকরানকরাচীতে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হাবশী বসবাস করে।[][] অধিকাংশ হাবশি সুফি মুসলিম হলেও হিন্দু এবং ক্যাথলিখ খৃষ্টান হাবশিও রয়েছে।[]

হাবশি
ভারতের কর্নাটকার একজন হাবশি মহিলা।
মোট জনসংখ্যা
২০,০০০ – ৫৫,০০০ (আনুমানিক)
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্র, ভারতের প্রদেশ সমুহ, সিন্ধু এবং পাকিস্তানের বেলুচিস্তান, ইরানের পশ্চিমাঞ্চল যেখানে তাদের আরব হিসেবে গন্য করা হয়।
ভাষা
গুজরাতি, মারাঠি, কান্দা, কোনকানি, সিন্ধি, মাকরানি এবং বেলুচ
ধর্ম
প্রধানত মুসলিম, এছাড়া হিন্দু ও ক্যাথলিক খৃষ্টানও আছে।

নামের উৎপত্তি

সম্পাদনা

হাবশি নামটির উৎপত্তি হয় আরবী আল-হাবশ থেকে। আরবরা আল-হাবশ বলতে বুঝাতো আবিসিনিয়াকে। ইথিওপিয়ান/ আবিসিনিয়ান জাহাজের ক্যাপ্টেনরা এই উপমহাদেশে পণ্যের সাথে কৃতদাসও নিয়ে আসত এবং বিক্রি করে দিত। হাবশিরা শারীরিক ভাবে অনেক শক্তিশালী ছিল এবং অনেক কাজ করতে পারত, তাই ধীরে ধীরে উপমহাদেশে হাবশি কৃতদাসের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। এই চাহিদার সুযোগ নিয়ে পর্তুগীজ নাবিক এবং ব্যবসায়ীরা আফ্রিকা থেকে কৃতদাস ধরে নিয়ে এসে এই উপমহাদেশে বিক্রি করে মুনাফা করত।

হাবশিদের সিদ্দি নামেও ডাকা হয়। এই সিদ্দি নামটির উৎপত্তির ব্যাপারে এখনও বিশ্লেষকরা একমত হতে পারেননি। একটি মতানুশারে সিদ্দি শব্দটি আফ্রিকায় সম্মানসূচক হিসেবে ব্যবহার করে হত। শুধুমাত্র সম্মানিত আরবদের এই নামে ডাকা হত, অপরদিকে অবজ্ঞা অর্থ ব্যবহৃত হত সিদ্দি এর বিপরীত শব্দ হাফসি শব্দটি।[] ধারণা করা হয় তাদের অবজ্ঞা না করে সিদ্দি নামে ডাকার ফলেই অনেক জায়গায় সিদ্দি নামটি প্রচলিত আছে। অপর মতানুশারে সিদ্দি শব্দটির অর্থ আরব জানাজের ক্যাপ্টেন কর্তৃক আনিত। এই ক্যাপ্টেনদের বলা হত সাঈদ।[]

হাবশিদের অনেকসময় আফ্রো-ইন্ডিয়ান হিসেবেও চিহ্নিত করা হয়।[][][] আরবরা হাবশি বলতে জাঞ্জদের বুঝায় (আরবি জাঞ্জ শব্দের অর্থ আফ্রিকার নিগ্রো) এছাড়া চীনারা আরবি ভাষার অনুবাদ করে হাবশিদের জিঞ্ঝি বা জিঞ্জি শব্দটি ব্যবহার করে থাকে।[১০][১১][১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Shah, Anish M.; Tamang, Rakesh; Moorjani, Priya; Rani, Deepa Selvi; Govindaraj, Periyasamy; Kulkarni, Gururaj; Bhattacharya, Tanmoy; Mustak, Mohammed S.; Bhaskar, L.V.K.S. (২০১১)। "Indian Siddis: African Descendants with Indian Admixture"The American Journal of Human Genetics (ইংরেজি ভাষায়)। 89 (1): 154–161। ডিওআই:10.1016/j.ajhg.2011.05.030পিএমআইডি 21741027পিএমসি 3135801  
  2. Kumar Suresh Singh, Rajendra Behari Lal (২০০৩), Gujarat, Anthropological Survey of India (Popular Prakashan), আইএসবিএন 81-7991-106-3, ... At present the Siddis are living in the western coast of Gujarat, Andhra Pradesh, Maharashtra and Karnataka states. Their main concentration is in Junagadh district of Rajkot division. They are a scheduled tribe. According to the 1981 census, the population of the Siddi tribe is 54,291. The Siddi speak Gujarati language within their kin circle as well as with the outsiders. Gujarati script is used ... 
  3. "Pakistan's Sidi keep heritage alive" (ইংরেজি ভাষায়)। ২০০২-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-০২ 
  4. Shanti Sadiq Ali (১৯৯৬), The African dispersal in the Deccan, Orient Blackswan, আইএসবিএন 81-250-0485-8, ... Among the Siddi families in Karnataka there are Catholics, Hindus and Muslims ... It was a normal procedure for the Portuguese to baptise African slaves ... After living for generations among Hindus they considered themselves to be Hindus ... The Siddi Hindus owe allegiance to Saudmath ... 
  5. Ronald Segal (২০০২), Islam's Black Slaves: The Other Black Diaspora, Macmillan, আইএসবিএন 0-374-52797-0, ... Ethiopians were particularly favored; the term Habashi or Habshi— from the Arabic word for Ethiopian – came to be applied to other Africans as well, and referred not only to the freed but to their descendants ... 
  6. Vijay Prashad, Everybody Was Kung Fu Fighting: Afro-Asian Connections and the Myth of Cultural Purity, (Beacon Press: 2002), p.8
  7. Ali Al'Amin Mazrui, Toby Kleban Levine (১৯৮৬), The Africans: a reader, Praeger, আইএসবিএন 0-03-006209-8, ... continue to exist in three main communities. These Afro-Indians, known as "Siddis" ... 
  8. Joseph E. Harris (১৯৭১), The African presence in Asia: consequences of the East African slave trade, Northwestern University Press, আইএসবিএন 0-8101-0348-6, ... In fact, it is frequently said that Afro-Indians in western Gujarat are descendants of escaped slaves. ... 
  9. Ruth Simms Hamilton (২০০৭), Routes of Passage: Rethinking the African Diaspora, Michigan State University Press, আইএসবিএন 0-87013-632-1, ... 
  10. Ci Hai 7(1): 125
  11. Roland Oliver, Africa in the Iron Age: c.500 BC-1400 AD, (Cambridge University Press: 1975), p.192
  12. F.R.C. Bagley et al., The Last Great Muslim Empires, (Brill: 1997), p.174

বহিঃসংযোগ

সম্পাদনা