হাপা রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ষষ্ঠ শ্রেণীর ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] রাজ্যটির রাজধানী ছিলো হাপা শহরে, যা বর্তমানে গুজরাত রাজ্যের সবরকাণ্ঠা জেলায় অবস্থিত৷

হাপা রাজ্য
હાપા
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী–১৯৪৮

মাঝের চিত্রাংশটিতে গোলাপি বর্ণে‌ চিহ্নিত হাপা রাজ্য
আয়তন 
• ১৯২২
১৩ বর্গকিলোমিটার (৫.০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯২২
৮৭১
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী
১০ জুন ১৯৪৮
উত্তরসূরী
ভারত

ইতিহাস সম্পাদনা

রাজ্যটি ১৩ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৯২২ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এর জনসংখ্যা ছিলো ৮৭১ জন৷ রাজ্যটির রাজভাতার পরিমান ছিলো ৩,২৪৫ ভারতীয় মুদ্রা[২] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর হাপাজ্ঞ রাজ্যের শেষ শাসক ভারতীয় অধিরাজ্যে যোগদানের ইচ্ছা প্রকাশ করে একীভূতকরণের দলিল স্বাক্ষর করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১০ই জুন তারিখে রাজ্যটিকে ভারতের বম্বে রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়৷[৩][৪] ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বে রাজ্য দ্বিখণ্ডিত হয়ে মহারাষ্ট্র এবং গুজরাত প্রদেশ গঠন করলে পূর্বতন এই দেশীয় রাজ্যটি গুজরাত প্রদেশের অংশীভূত হয়।

শাসকবর্গ সম্পাদনা

হাপা দেশীয় রাজ্যের শাসকগণ পারমার রাজবংশীয় রাজপুত এবং তারা ঠাকুর সাহেব উপাধিতে ভূষিত হতেন৷

  • মাধোসিংজী
  • বখতসিংজী
  • ১৯৩১ - ১৯৪৮ : হিম্মতসিংজী বখতসিংজী
  • লখদিরাজসিংজী হিম্মতসিংজী
  • মহীপালসিংজী লখদিরাজসিংজী[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India, v. 17, p. 384.
  2. Princely States of India
  3. Wiki Source, White Paper on Indian States (1950)/Part 4/Instrument of Accession 
  4. "VIJAYNAGAR"। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৪ 
  5. "Indian Princely States K-Z"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৭