হানী ইবনে উরওয়া একজন কুফান নেতা ছিলেন যিনি মুসলিম ইবনে আকিলকে আতিথ্য করেছিলেন এবং আহলে বাইতের প্রতি ইবনে জিয়াদের শত্রুতার কারণে কুফার গভর্নর উবায়দ আল্লাহ ইবনে জিয়াদ কর্তৃক নিহত হন।[স্পষ্টকরণ প্রয়োজন]

হানী ইবনে উরওয়া
هاني بن عروة
মৃত্যু১০ সেপ্টেম্বর ৬৮০ (জু আল-হিজ্জাহ হিজ ৬০)
পরিচিতির কারণআতিথেয়তা মুসলিম ইবনে আকিল, আলী ইবনে আবি তালিব এর ঘনিষ্ঠ সঙ্গী হওয়া, সিফফিনের যুদ্ধউটের যুদ্ধ এ লড়াই করা

হানিকে কুফা, কুফা, ইরাকের বড় মসজিদের পিছনে মুখতার আল সাকাফি পাশে সমাহিত করা হয়েছে।[১] [২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hundreds of thousands' Friday assemblage in Masjid-e-Uzma Kufa"Jafariyanews.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০০৮ 
  2. Nakash, Yitzhak (জানুয়ারি ২৭, ২০০৩)। The Shi'is of Iraq। Princeton University Press; Rev Ed edition। পৃষ্ঠা 340। আইএসবিএন 0-691-11575-3