হাদিসের প্রামাণ্যতা

মুহাম্মদ তাকি উসমানির বই

হাদিসের প্রামাণ্যতা (ইংরেজি: The Authority of Sunnah) ইসলামি আইনের দ্বিতীয় উৎস হাদিসের প্রামাণ্যতা নিয়ে ইংরেজি ভাষায় রচিত পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত মুহাম্মদ তাকি উসমানির একটি গবেষণা গ্রন্থ। ১৯৮৯ সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত একটি সেমিনারের জন্য এর পান্ডুলিপি প্রস্তুত করা হয়। ১৯৯০ সালের করাচির ইদারাতুল কুরআন থেকে এটি বই আকারে প্রকাশিত হয়।

হাদিসের প্রামাণ্যতা
বাংলা সংস্করণের প্রচ্ছদ
লেখকমুহাম্মদ তাকি উসমানি
মূল শিরোনামইংরেজি: The Authority of Sunnah
দেশপাকিস্তান
ভাষাইংরেজি
বিষয়হাদিস
প্রকাশিত১৯৯০
প্রকাশকইদারাতুল কুরআন
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা১২৬
আইএসবিএন ৯৭৮৮১৭১৫১১৩২৭ ইংরেজি সংস্করণ
ওসিএলসি৪৮৭৪৮৫০১
ওয়েবসাইটmuftitaqiusmani.com

প্রেক্ষাপট

সম্পাদনা

১৯৮৯ সালের অক্টোবরে আলমি মজলিস তাহাফফুজ খতমে নবুয়ত আমেরিকার শিকাগো শহরে একটি সেমিনার আহ্বান করে। যেখানে বক্তব্য দেওয়ার জন্য মুহাম্মদ তাকি উসমানিকে আমন্ত্রণ জানানো হয়। তার বক্তব্যটি পরে ইংরেজিতে বই আকারে প্রকাশিত হয়। মূল বইটিতে তিনটি অধ্যায় রয়েছে। "তৃতীয় শতাব্দীর আগে হাদিস সংকলনের কাজ শুরু হয়নি" এধরণের আপত্তি তিনি জোরালোভাবে খণ্ডন করেছেন। বইটির উপযোগিতার পরিপ্রেক্ষিতে সৌদ আশরাফ উসমানি হুজ্জিয়াতে হাদিস শিরোনামে উর্দু অনুবাদ করেন। যা ২০০০ সালে ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ, লাহোর থেকে প্রকাশিত হয়েছিল। ২০১৮ সালে মহিউদ্দিন কাসেমী বইটির বঙ্গানুবাদ করেন, যা রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।[][]

বিষয়বস্তু

সম্পাদনা

বইটির আলোচ্য বিষয়:[]

  • সুন্নত: ইসলামী বিধানের দ্বিতীয় উৎস
    • সুন্নতের সংজ্ঞা
    • রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা
    • রাসূলের আনুগত্য
    • রাসূলের অনুসরণ
  • ওহী দু প্রকার
    • দ্বিতীয় প্রকার ওহীর প্রামাণ্যতা কুরআন থেকে
    • পয়গম্বরের আনুগত্য বিচারকের আনুগত্যের মাঝে পার্থক্য
  • রিসালাতের প্রামাণ্যতা এবং তার প্রশস্ততার প্রান্তর
    • আইনপ্রণেতা হিসেবে পয়গম্বরের স্বাধীনতা
    • মুফাসসিরে কুরআন হিসেবে পয়গম্বরের স্বাধীনতা
    • পয়গম্বরীয় তাফসীরের কয়েকটি উদাহরণ
    • কুরআনে কারীম কি ব্যাখ্যার মুখাপেক্ষী?
    • আহকামে রিসালাত এবং সময়ের নির্দিষ্টতা
    • দুনিয়াবী বিষয়ে পয়গম্বরের এখতিয়ার
    • খেজুর গাছে তাবিরের ঘটনা
  • সুন্নতের প্রামাণ্যতা: ইতিহাসের দৃষ্টিতে
    • হাদীস সংরক্ষণ
    • হাদীস তিন প্রকার
    • প্রথম দু'প্রকারের গ্রহণযোগ্যতা
    • হাদীস সংরক্ষণের বিভিন্ন পন্থা
  • হাদীস সঙ্কলনের ইতিহাস
    • রিসালাত যুগে হাদীস সঙ্কলন
    • প্রিয় নবীর নির্দেশে সংরক্ষিত হাদীসসমূহ
    • সহীফা হযরত আমর ইবনে হিযাম
    • অন্যান্য গভর্নরদের প্রতি লিখিত নির্দেশ
    • বিভিন্ন প্রতিনিধিকে লিখিত নির্দেশ
    • সাহাবায়ে কেরাম এবং হাদীস সঙ্কলন
    • হযরত আবু হুরায়রা রা.-এর পাণ্ডুলিপি
    • হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর পাণ্ডুলিপি
    • হযরত আনাস ইবনে মালেক রা. এর পাণ্ডুলিপি
    • হযরত আলী রা এর পাণ্ডুলিপি
    • হযরত জাবের রা.-এর পাণ্ডুলিপি
    • হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.- এর পাণ্ডুলিপি
    • তাবেয়ীদের যুগে হাদীস সঙ্কলন
  • ১ম হিজরী শতকে হাদীস সঙ্কলন
    • দ্বিতীয় হিজরী শতকে লিখিত হাদীসের কিতাব
    • সে যুগের নিম্নোক্ত কিতাবগুলো এখনো মুদ্রিত আকারে সংগ্রহযোগ্য
  • হাদীসের জারাহ ও তাদীল
    • শুদ্ধ-অশুদ্ধ পরখ
      • রাবী তথা বর্ণনাকারীদের তথ্যানুসন্ধান ও বিচার বিশ্লেষণ
      • সনদের ধারাবাহিকতা
      • অন্য রেওয়ায়াতের সাথে তুলনা ও মোকাবেলা করা
      • হাদীসের সামষ্টিক বিশ্লেষণ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জিল হুমা, ডক্টর (৩০ জুন ২০১৯)। "مفتی محمد تقی عثمانی کی معروف تصنیفات و تالیفات کا تعارفی جائزہ:" [মুফতি মুহাম্মদ তাকি উসমানির বিখ্যাত লেখাগুলির একটি পরিচিতিমূলক পর্যালোচনা]। রাহাতুল কুলুব (উর্দু ভাষায়): ২০২। আইএসএসএন 2521-2869ডিওআই:10.51411/rahat.3.1.2019.66 
  2. লোকমান হাকীম, মাওলানা (২০১৪)। জাস্টিস মুফতী মুহাম্মদ তকী উসমানী জীবন ও কর্ম। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল হেরা। পৃষ্ঠা ৯৯। আইএসবিএন 9789849112310 
  3. সূচিপত্র থেকে সংগৃহীত।

বহিঃসংযোগ

সম্পাদনা