হাউজ নং ৯৬
হাউস নং ৯৬ বাংলাদেশি একটি ধারাবাহিক নাটক। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু[১], আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, তানজিন তিশা, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সাফা কবির [২], সালহা খানম নাদিয়া, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, সেলিনা আফ্রি[৩], হারুন রশীদ প্রমুখ[৪] [৫]
হাউজ নং ৯৬ | |
---|---|
ধরন | কমেডি, পারিবারিক |
নির্মাতা | এনটিভি |
লেখক | ইব্রাহিম চৌধুরী আকিব |
পরিচালক |
|
অভিনয়ে |
|
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ১০৪ |
নির্মাণ | |
প্রযোজক | এনটিভি |
নির্মাণের স্থান | বাংলাদেশ |
চিত্রগ্রাহক |
|
ব্যাপ্তিকাল | ২০ মিনিট (প্রায়) |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | এনটিভি |
প্রথম প্রদর্শন | ২০২১ |
মূল মুক্তির তারিখ | ফেব্রুয়ারি ২০২১ – বর্তমান |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনা৯৬ নম্বর বাসার নীচতলার বাসিন্দা ইনান ওরফে পাপ্পু ভাই (মাশরুর রাব্বি ইনান ওরফে কিটো ভাই)। মাকে নিয়ে পাপ্পু ভাইয়ের সংসার। তাঁর বাবা থাকেন দেশের বাইরে। পাপ্পু ভাই ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়েন। তবে পড়াশুনায় সিরিয়াস নন। তিনি অধিকাংশ সময় কাটান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, গান গেয়ে। দুর্ভাগ্যবশত তাঁর কোন গার্লফ্রেন্ড নেই। এ নিয়ে তার চেষ্টারও শেষ নেই। নিজে সিঙ্গেল মানুষকে রিলেশনশিপের ব্যাপারে পরামর্শ দিতে ওস্তাদ পাপ্পু। তাঁর পাশের ফ্ল্যাটেই থাকে রোজা (তানিয়া বৃষ্টি)। বাবা-মা নিয়ে নোরিনের সংসার। নোরিন পড়াশুনায় অনেক ভালো আর স্বভাবে খুব শান্ত। এ কারণে অনেকেই তাকে খুব পছন্দ করে। তার মধ্যে একজন রাজ। রাজ খুব সাধাসিধে স্বভাবের। নোরিন বুঝতে পারে রাজ তাকে পছন্দ করে। অন্যদিকে নোরিনের পছন্দ তৃতীয় তলার রায়হানকে। কিন্তু রায়হান তাকে পাত্তা দেয় না। অনেক চেষ্টা করেও সে রায়হানের মন গলাতে পারেনি। দ্বিতীয় তলায় থাকেন বাড়িওয়ালা মিজান সাহেব আর তার স্ত্রী। মিজান সাহেবের বয়স বেশি হলেও তার স্ত্রী অল্প বয়সী। তৃতীয় তলায় থাকেন রায়হান। রায়হানের পরিবারে আছেন তার বাবা, সৎ মা আর সৎ ছোট বোন। চতুর্থ তলার অপর পাশের ফ্ল্যাটটা প্রায়ই খালি থাকে। ভাড়াটিয়া এলেও নানা কারণে কিছুদিন পর চলে যান। নানা বিষয় নিয়ে এ বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে খুনসুটি লেগে থাকে। এ নিয়েই এগিয়ে যায় হাউজ নং ৯৬ এর কাহিনি।[৬]
কুশীলব
সম্পাদনানাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:
- কচি খন্দকার - বাড়িওয়ালা চরিত্রে
- আল মামুন -
- শিল্পী সরকার অপু
- মনিরা আক্তার মিঠু
- সৈয়দ জামান শাওন – রায়হান চরিত্রে
- তানিয়া বৃষ্টি – রোজা চরিত্রে
- হারুন রশীদ - নতুন বড়লোক চরিত্রে
- রকি খান -
- তুতিয়া ইয়াসমিন পাপিয়া -
- মাশরুর এনান – পাপ্পু চরিত্রে
- আফরিন শিখা রাইসা – জুঁই চরিত্রে
- রুকাইয়া জাহান চমক – মারিয়া চরিত্রে
- মো: সাঈদুর রহমান পাভেল - সবুজ চরিত্রে
- সাজ্জাদ হাসান রাজ – জব্বার/জো চরিত্রে
- তানজিম হাসান অনিক - বাপ্পী চরিত্রে
- তানজিম সাইয়ারা তটিনী - রাফা চরিত্রে
- আফ্রি সেলিনা – কেয়া চরিত্রে
- রেশমি -
- লেনুয়া -
- লামিহা -
- সঞ্জয় গোস্বামী -
- জাকির হোসেন -
- শিহাব হাসান নিয়ন -
- ইরফান সাজ্জাদ - শান্ত চরিত্রে
- সালহা খানম নাদিয়া - রিমঝিম চরিত্রে
- তৌসিফ মাহবুব - রিহান চরিত্রে
- জান্নাতুল সুমাইয়া হিমি - জারা চরিত্রে
- ফজলুর রহমান বাবু - সফর আলীর চরিত্রে
- সমু চৌধুরী
- মিলি বাশার
- মারজুক রাসেল - মুরাদ চরিত্রে
- আফরান নিশো – রাসেল চরিত্রে
- শবনম ফারিয়া -
- তাসনিয়া ফারিণ -
- তানজিন তিশা – আকলিমা চরিত্রে
- মনোজ কুমার প্রামাণিক - রমিজ চরিত্রে
- সাফা কবির - রানু চরিত্রে
- এফ. এস. নাঈম - সৌরভ চরিত্রে
- নীলাঞ্জনা নীলা - তানিয়া চরিত্রে
- ফারিয়া শাহরিন – রুমা চরিত্রে
- সাবিলা নূর - মুন্নি চরিত্রে
- অপূর্ব
- হিন্দোল রায়
- শিখা খান মৌ
- রত্না খান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চিকিৎসার টাকা নেই, অসুস্থ বাবাকে নিয়ে ঢাকায় সাফা!"। NTV Online। মে ২০, ২০২১।
- ↑ "যে লোভে পড়ে ধারাবাহিকে সাফা"। Prothom Alo। মে ২৯, ২০২১।
- ↑ "কচির ঘরে আফ্রি"। NTV Online। এপ্রিল ৭, ২০২১।
- ↑ "প্রথম পর্বেই সাড়া ফেলেছে 'হাউস নং ৯৬'"। NTV Online। ফেব্রুয়ারি ৫, ২০২১।
- ↑ "House No 96"। Daily Sun। ফেব্রুয়ারি ৫, ২০২১। মে ৪, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৪, ২০২১।
- ↑ "এনটিভিতে নতুন ধারাবাহিক 'হাউস নং ৯৬', প্রথম চমক নিশো"। NTV Online। ফেব্রুয়ারি ২, ২০২১।