হলিডে (১৯৩০-এর চলচ্চিত্র)
হলিডে (ইংরেজি: Holiday, অনুবাদ 'ছুটির দিন') হল এডওয়ার্ড এইচ. গ্রিফিথ পরিচালিত ১৯৩০ সালের মার্কিন প্রাক-কোড প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। ফিলিপ ব্যারির নাটক অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হোরেস জ্যাকসন। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে পাথে এক্সচেঞ্জ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অ্যান হার্ডিং, ম্যারি অ্যাস্টর, এডওয়ার্ড এভারেট হর্টন, রবার্ট এমস, ও হেডা হপার। ছবিতে একজন যুবকের তার স্বাধীনচেতা জীবনযাপন ও তার ধনী বাগদত্তার পরিবারের রীতির সাথে খাপ খাওয়াতে সমস্যার চিত্র তুলে ধরা হয়।
হলিডে | |
---|---|
পরিচালক | এডওয়ার্ড এইচ. গ্রিফিথ |
প্রযোজক | ই. বি. ডার |
রচয়িতা | হোরেস জ্যাকসন |
উৎস | ফিলিপ ব্যারি কর্তৃক হলিডে |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | জোসিয়া জুরো |
চিত্রগ্রাহক | নরবার্ট ব্রডিন |
সম্পাদক | ড্যানিয়েল ম্যান্ডেল |
প্রযোজনা কোম্পানি | পাথে এক্সচেঞ্জ |
পরিবেশক | পাথে এক্সচেঞ্জ |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
৪র্থ একাডেমি পুরস্কারের ছবিটির অভিনেত্রী অ্যান হার্ডিং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং চিত্রনাট্যকার হোরেস জ্যাকসন শ্রেষ্ঠ লেখনী বিভাগে মনোনয়ন লাভ করেন।[১]
কুশীলব
সম্পাদনা- অ্যান হার্ডিং - লিন্ডা সেটন
- ম্যারি অ্যাস্টর - জুলিয়া সেটন
- এডওয়ার্ড এভারেট হর্টন - নিক পটার
- রবার্ট এমস - জনি কেস
- হেডা হপার - সুজার পটার
- মনরো ওসলি - নেড সেটন
- উইলিয়াম হোল্ডেন - এডওয়ার্ড সেটন
- এলিজাবেথ ফরেস্টার - লরা
- মেবল ফরেস্ট - ম্যারি জেসাপ
- ক্রেইটন হেল - পিট হেজস
- হ্যালাম কুলি - সেটন ক্র্যাম
- ম্যারি ফোর্বস - প্রিচার্ড এমস
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেত্রী - অ্যান হার্ডিং
- মনোনীত: শ্রেষ্ঠ লেখনী - হোরেস জ্যাকসন
পুনর্নির্মাণ
সম্পাদনাচলচ্চিত্রটি ১৯৩৮ সালে হলিডে নামে পুনর্নির্মাণ করেন জর্জ কিউকার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন ও ক্যারি গ্র্যান্ট এবং হর্টন তার নিক পটার চরিত্রে পুনরায় অভিনয় করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অসবর্ন, রবার্ট (১৯৯৪)। 65 Years of the Oscar: The Official History of the Academy Awards। লন্ডন: অ্যাবভিল প্রেস। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 1-55859-715-8।
- ↑ "The 4th Academy Awards - 1932"। অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯।