হলিডে (১৯৩০-এর চলচ্চিত্র)

হলিডে (ইংরেজি: Holiday, অনুবাদ'ছুটির দিন') হল এডওয়ার্ড এইচ. গ্রিফিথ পরিচালিত ১৯৩০ সালের মার্কিন প্রাক-কোড প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। ফিলিপ ব্যারির নাটক অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন হোরেস জ্যাকসন। ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করে পাথে এক্সচেঞ্জ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অ্যান হার্ডিং, ম্যারি অ্যাস্টর, এডওয়ার্ড এভারেট হর্টন, রবার্ট এমস, ও হেডা হপার। ছবিতে একজন যুবকের তার স্বাধীনচেতা জীবনযাপন ও তার ধনী বাগদত্তার পরিবারের রীতির সাথে খাপ খাওয়াতে সমস্যার চিত্র তুলে ধরা হয়।

হলিডে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকএডওয়ার্ড এইচ. গ্রিফিথ
প্রযোজকই. বি. ডার
রচয়িতাহোরেস জ্যাকসন
উৎসফিলিপ ব্যারি কর্তৃক 
হলিডে
শ্রেষ্ঠাংশে
সুরকারজোসিয়া জুরো
চিত্রগ্রাহকনরবার্ট ব্রডিন
সম্পাদকড্যানিয়েল ম্যান্ডেল
প্রযোজনা
কোম্পানি
পাথে এক্সচেঞ্জ
পরিবেশকপাথে এক্সচেঞ্জ
মুক্তি
  • ৩ জুলাই ১৯৩০ (1930-07-03)
স্থিতিকাল৯৮ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

৪র্থ একাডেমি পুরস্কারের ছবিটির অভিনেত্রী অ্যান হার্ডিং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং চিত্রনাট্যকার হোরেস জ্যাকসন শ্রেষ্ঠ লেখনী বিভাগে মনোনয়ন লাভ করেন।[১]

কুশীলব

সম্পাদনা
  • অ্যান হার্ডিং - লিন্ডা সেটন
  • ম্যারি অ্যাস্টর - জুলিয়া সেটন
  • এডওয়ার্ড এভারেট হর্টন - নিক পটার
  • রবার্ট এমস - জনি কেস
  • হেডা হপার - সুজার পটার
  • মনরো ওসলি - নেড সেটন
  • উইলিয়াম হোল্ডেন - এডওয়ার্ড সেটন
  • এলিজাবেথ ফরেস্টার - লরা
  • মেবল ফরেস্ট - ম্যারি জেসাপ
  • ক্রেইটন হেল - পিট হেজস
  • হ্যালাম কুলি - সেটন ক্র্যাম
  • ম্যারি ফোর্বস - প্রিচার্ড এমস

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
৪র্থ একাডেমি পুরস্কার[২]

পুনর্নির্মাণ

সম্পাদনা

চলচ্চিত্রটি ১৯৩৮ সালে হলিডে নামে পুনর্নির্মাণ করেন জর্জ কিউকার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্নক্যারি গ্র্যান্ট এবং হর্টন তার নিক পটার চরিত্রে পুনরায় অভিনয় করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অসবর্ন, রবার্ট (১৯৯৪)। 65 Years of the Oscar: The Official History of the Academy Awards। লন্ডন: অ্যাবভিল প্রেস। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 1-55859-715-8 
  2. "The 4th Academy Awards - 1932"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা