হর্ষ দত্ত

ভারতীয় বাঙালি লেখক ও সম্পাদক

হর্ষ দত্ত (জন্মঃ ডিসেম্বর, ১৯৫৫) একজন বাঙালি লেখক ও সম্পাদক। দীর্ঘদিন তিনি লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। তাঁর লেখা অসংখ্য উপন্যাস ও গল্প আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন তিনি দেশ পত্রিকার সম্পাদনার দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন।[১]

হর্ষ দত্ত
জন্মকলকাতা,পশ্চিমবঙ্গ, ভারত
পেশালেখক, দেশ পত্রিকার সম্পাদক
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানরহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী কলেজে, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারসমরেশ বসু সাহিত্য পুরস্কার (১৯৯২), বিচয়ন পুরস্কার (১৯৯৬), নিবেদিতা পুরস্কার (২০০০), দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি পুরস্কার (২০০১), আনন্দ-স্নোসেম পুরস্কার (২০০১), উৎসব সম্মান (২০০৩)

হর্ষ দত্তর জন্ম ১৯৫৫ খ্রিস্টাব্দে কলকাতায়। প্রাথমিক শিক্ষা রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রমে। পরে বঙ্গবাসী কলেজে। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেনীতে এম.এ. এবং এম.ফিল করেন তিনি। ছাত্রাবস্থায় সাহিত্যচর্চার হাতেখড়ি হয় তাঁর। কলেজ-জীবনে গল্প লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনে। ১৯৮৪-তে দেশ পত্রিকায় প্রকাশিত কামাদি কুসুম সকলে গল্পটির মাধ্যমে বৃহত্তর আত্মপ্রকাশ। পরে দেশ পত্রিকায় উপন্যাসিকা অমল তাঁকে বৃহত্তর পরিচিতি দেয়। উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন অজস্র। ময়ূরাক্ষী তুমি দিলে, নীল অন্ধকার কমলা নদী, অহর্নিশ ইত্যাদি তাঁর বিখ্যাত সাহিত্যকীর্তি। প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় চল্লিশ। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে সাংবাদিকতার কাজে যোগ দেন তিনি। ক্রমে দেশ পত্রিকার সহ-সম্পাদক ও সম্পাদক পদ অলংকৃত করেন হর্ষ দত্ত।[২] তিনি রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত।[৩]

পুরস্কার

সম্পাদনা
  • সমরেশ বসু সাহিত্য পুরস্কার (১৯৯২)
  • বিচয়ন সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৯৬)
  • নিবেদিতা পুরস্কার (২০০০)
  • দ্বিজেন্দ্রলাল রায় স্মৃতি পুরস্কার (২০০১)
  • আনন্দ-স্নোসেম পুরস্কার (২০০১)

সাহিত্য কর্ম

সম্পাদনা
  • ময়ূরাক্ষী, তুমি দিলে
  • দশটি উপন্যাস
  • ভাবনা সংগ্রহ ৫০
  • ও শিমুল, ও পলাশ
  • অগ্নিবৃষ্টি
  • কুশপাতার দেউল
  • শেষ মুহূর্তে ফোন
  • রাজকন্যা রাজকন্য
  • নগ্ননীড়
  • জ্যোৎস্নাবাড়ি
  • তপস্যার রঙ
  • হর্ষ দত্ত এর পঞ্চাশটি গল্প
  • মার্গারিট, এই সূর্যালোক
  • অহর্নিশ
  • আঁধারমানিক
  • তপস্যার রঙ
  • প্রদক্ষিণ
  • সবুজ প্রতিমা
  • আছে অন্তরে
  • আঁধারমানিক
  • গোপালপুর অন-সি
  • ছায়ার পাখি
  • জ্যোৎস্নাবাড়ি
  • তুমি অশেষ করেছ
  • প্রবাল রঙের আলো
  • প্রাণতরঙ্গ
  • বিকর্ণ
  • বৃষ্টি বিনিময়
  • মেঘ উৎসব
  • স্মৃতিচিহ্ন
  • হিমকন্থা
  • মুহূর্তকথা
  • অমৃতজননী
  • আগামীকাল পূর্ণিমা
  • সেরা ৫০ টি গল্প
  • পালক
  • অমল ও অভিজিৎ[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Saptāhika bartamāna। Bartamāna Pribheṭa Limiṭeḍa। 2007-10।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. সংবাদদাতা, নিজস্ব। "'ডিজিটাল দেশ' এখন সবার জন্য"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২ 
  3. "Harsha Dutta Books - হর্ষ দত্ত এর বই | Rokomari.com"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২২ 
  4. "হর্ষ দত্ত এর বই সমূহ | Rokomari.com"www.rokomari.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৭