হরেন্দ্রনাথ মজুমদার

হরেন্দ্রনাথ মজুমদার (১৫ জুন, ১৯০৭ - ৯ মে , ১৯৮৯) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এক গান্ধীবাদী কংগ্রেসকর্মী। স্বাধীনতার পর ১৯৬০-এর দশকে ড. প্রফুল্লকুমার ঘোষের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। শ্রীমায়ের অন্যতম ভক্ত তিনি পশ্চিমবঙ্গের অরবিন্দ সোসাইটির সভাপতি ছিলেন। ভারত সভা তথা ভারতসভা তথা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদকপদেও ছিলেন তিনি। [১]

হরেন্দ্রনাথ মজুমদার
হরেন্দ্রনাথ মজুমদার
জন্ম(১৯০৭-০৬-১৫)১৫ জুন ১৯০৭
মৃত্যু৯ মে ১৯৮৯(1989-05-09) (বয়স ৮১)
দাম্পত্য সঙ্গীশান্তি মজুমদার
সন্তানচিত্রা বসু (কন্যা)

জীবনী সম্পাদনা

হরেন্দ্রনাথ মজুমদারের জন্ম ১৯০৭ খ্রিস্টাব্দের ১৫ জুন ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের এক জমিদার পরিবারে। হরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের সম্পর্কে ভাগিনেয় ছিলেন।[২]

হরেন্দ্র নাথ মজুমদারের আগ্রহ ও নিরন্তর প্রয়াস ছিল শ্রী অরবিন্দশ্রীমায়ের ও আধ্যাত্মিক সম্পদ সবার কল্যাণে ছড়িয়ে পড়ুক। তিনি শ্রী অরবিন্দ সোসাইটি, পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন। পশ্চিমবঙ্গের নানা স্থানে, বিহার ও ত্রিপুরাতে শ্রী অরবিন্দ কেন্দ্র খোলার জন্য ভ্রমণ করেন এবং শ্রী অরবিন্দ ও শ্রীমায়ের আদর্শ অনুসরণ করে ধ্যান, উপাসনা এবং অধ্যয়নের ব্যবস্থা করেন। তাঁর নিরন্তর প্রচেষ্টায় শ্রী অরবিন্দ কেন্দ্রের কার্যক্রমের ভিত্তি প্রস্তুত হয়।

রচিত গ্রন্থসমূহ-
  • শ্রীমায়ের সাধনার রূপকথা (১৯৭৪)
  • শ্রীমায়ের দিব্যজীবন ও সাধনা - শ্রীঅরবিন্দ সোসাইটি, কলকাতা
  • ঋষি অরবিন্দের যোগ জীবন ও সাধনা
  • শ্রী অরবিন্দের সাধনার রূপরেখা[৩]

হরেন্দ্রনাথ মজুমদার ভারত সভা তথা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদকও ছিলেন। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র বাগল রচিত হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (১৮৭৬-১৯৫১) প্রকাশ করেন। ১৯৬০ এর দশকে হরেন্দ্রনাথ প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন।[২] হরেন্দ্রনাথ মজুমদারের সহায়তায় ধীরেন্দ্রনাথ বেরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লকে শিক্ষা প্রতিষ্ঠানের এলাকা বিদ্যানগর গড়ে তোলেন।

জীবনাবসান সম্পাদনা

হরেন্দ্রনাথ মজুমদার ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ মে পরলোক গমন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sir Aurobinda Sakti Centre Trust, New Alipore, Kolkata - The story of how it began"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১ 
  2. "About Overman Foundation"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১ 
  3. "শ্রীমায়ের দিব্য-জীবন ও সাধনা [সংস্করণ-২] বাংলা বই পিডিএফ"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১