হরিশচন্দ্র বর্মা

ভারতীয় পদার্থবিদ

হরিশ চন্দ্র বর্মা ভারতের এক্সপেরিমেন্টাল পদার্থবিদদের মধ্যে অন্যতম। তিনি আইআইটি কানপুরের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নিউক্লিয়ার ফিজিক্স তার গবেষণার ক্ষেত্র।[১]

হরিশচন্দ্র বর্মা
জন্ম (1952-04-03) ৩ এপ্রিল ১৯৫২ (বয়স ৭২)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনপাটনা সায়েন্স কলেজ
আই আই টি কানপুর
পরিচিতির কারণConcepts of Physics Vol. I & II
দাম্পত্য সঙ্গীঅবিবাহিত
পুরস্কারমওলানা আবুল কালাম আজাদ শিক্ষা পুরস্কার (২০১৭)
পদ্মশ্রী (২০২০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রনিউক্লীয় পদার্থবিজ্ঞান
ডক্টরাল উপদেষ্টাঅধ্যাপক জি এন রাও
ওয়েবসাইটওয়েবসাইট

তিনি স্কুল স্তরের, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন বই লিখেছেন। তার বইগুলির মধ্যে কনসেপ্ট অফ ফিজিক্স বইটি অধিক সমাদৃত। তিনি আইআইটি কানপুরের সংলগ্ন অঞ্চলের গরীব পড়ুয়াদের জন্য শিক্ষা সোপান নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন।[২]

তিনি বিহার রাজ্য সরকার কর্তৃক মওলানা আবুল কালাম আজাদ শিক্ষা পুরস্কার লাভ করেন।[৩][৪] ২০২০ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদকে ভূষিত হন।[৫]

ছাত্র জীবন সম্পাদনা

হরিশচন্দ্র বর্মা তার ছাত্র জীবন পাটনাতে কাটিয়েছেন এবং তা তার বইয়ের বিভিন্ন লেখা থেকে প্রতিফলিত হয়। তিনি তার গণিতের প্ৰথমিক পাঠ তার পিতা গণেশ প্রসাদ বর্মার কাছ থেকে পান। তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন। তার শিক্ষা জীবনের প্রাক্কাল খানিকটা অম্ল মধুর ছিল। সেই সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাকে কষ্ট করতে হতো, যদিও পরবর্তীতে স্নাতক স্তরে পাটনা মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খুবই মসৃন ছিল। সেখানে তিনি বেশ কিছু ভালো ভালো অধ্যাপকদের সান্নিধ্যে এসেছিলেন।[৬]

অধ্যাপক জীবন সম্পাদনা

পাটনা কলেজ সম্পাদনা

১৯৮০ সালে তিনি অধ্যাপক হিসাবে পাটনা কলেজে যোগ দেন। সেখানে তিনি দীর্ঘ ১৫ বছর অধ্যাপনা করেন। এর পর তিনি আই আই টি কানপুর অধ্যাপক হিসাবে যুক্ত হন।

আই আই টি কানপুর সম্পাদনা

বর্মা ১৯৯৪ সালে আই আই টি কানপুরে যোগ দেন। এছাড়াও তিনি আরো অনেক মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি কানপুরে স্নাতকোত্তর ও পিএইচ ডি শিক্ষাথীদের গাইড করেন।এখানে থাকা কালীন তিনি অধ্যাপনা ছাড়াও আরো নানা সামাজিক কাজে যুক্ত ছিলেন। সেখানে তিনি ছোট ছোট বাচ্চাদের পড়াতেন। তার বিভিন্ন উদ্যোগের মধ্যে স্কুল ফিজিক্স প্রজেক্ট, শিক্ষা সোপান, উৎসাহী ফিজিক্স টিচার বেশ উল্লেখযোগ্য। ২০১৭ সালের ৩০ জুন তিনি অবসর গ্রহণ করেন।

প্রকাশনা সম্পাদনা

তার সর্বমোট ১৩৯ টি গবেষণা পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। এছাড়া তিনি স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বেশ কিছু বই লেখেন।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Profile of DR. H. C. Verma"Indian Institute of Technology Kanpur। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬ 
  2. "Spreading the light of knowledge"The Tribune। ৩১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৪ 
  3. "Meet Padma Shri HC Verma, who struggled to pass in school, teaches India Physics today"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১০। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০২১ 
  4. "Azad honour for physics teacher"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০২১ 
  5. "Padma Awards | Interactive Dashboard"www.dashboard-padmaawards.gov.in (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০২১ 
  6. Singh, Jitender। "Biography of Dr. H. C. Verma"www.concepts-of-physics.com। ১১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬ 
  7. Verma, H C। "Prof. H C Verma"H C Verma। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮