স্যাক্রেড গেমস (টিভি ধারাবাহিক)

ভারতীয় হিন্দি ওয়েব ধারাবাহিক

স্যাক্রেড গেমস হল ভারতীয় ওয়েব টেলিভিশন রোমহর্ষক ধারাবাহিক। এটি বিক্রম চন্দ্রের ২০০৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এটি ভারতে প্রথম নেটফ্লিক্সের মৌলিক ধারাবাহিক। ফ্যান্টম ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানেঅনুরাগ কাশ্যপ। উপন্যাসটি থেকে চিত্রনাট্য রচনা করেছেন বরুণ গ্রোবর, স্মিতা সিং, বসন্ত নাথ। কেলি লুজেনবিয়েল, এরিক বারম্যাক, ও মোতওয়ানে এর নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।

স্যাক্রেড গেমস
স্যাক্রেড গেমসের শিরোনাম কার্ড
ধরনঅপরাধ
ষড়যন্ত্র
রোমহর্ষক
রহস্য
ভিত্তিবিক্রম চন্দ্র কর্তৃক 
স্যাক্রেড গেমস
লেখক
  • বরুণ গ্রোবর
  • স্মিতা সিং
  • বসন্ত নাথ
  • ভৌমিক গোন্দালিয়া
  • ধ্রুব নারাং
  • পূজা তোলানি
  • নিহিত ভবে
[]
পরিচালক
অভিনয়ে
আবহ সঙ্গীত রচয়িতাঅলোকানন্দ দাসগুপ্ত
সুরকারগান:
ফেনম
ডিভাইন
রচিতা অরোরা
আবহ সঙ্গীত:
অলোকানন্দ দাসগুপ্ত
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৬ (পর্বের তালিকা)
নির্মাণ
নির্বাহী প্রযোজক
  • কেলি লেজেনবিয়েল
  • এরিক বারম্যাক
  • বিক্রমাদিত্য মোতওয়ানে
নির্মাণের স্থানমুম্বই, ভারত
চিত্রগ্রাহক
  • স্বপ্নিল সোনাওয়ানে
  • সিলভেস্টার ফনসেকা
  • অসীম বাজাজ
সম্পাদকআরতি বাজাজ
ব্যাপ্তিকাল৪৩-৫৮ মিনিট[]
নির্মাণ কোম্পানিফ্যান্টম ফিল্মস
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট
পরিবেশকনেটফ্লিক্স
মুক্তি
মূল নেটওয়ার্কনেটফ্লিক্স
ছবির ফরম্যাটফোরকে (ইউএইচডিটিভি)[]
মূল মুক্তির তারিখ৫ জুলাই ২০১৮ (2018-07-05) –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

গল্পে দেখা যায়, মুম্বইয়ের পুলিশ কর্মকর্তা সারতাজ সিং (সাইফ আলি খান) গ্যাংস্টার গণেশ গাইতোন্ডের (নওয়াজুদ্দীন সিদ্দিকী) নিকট থেকে ফোন কল পান, যে তাকে ২৫ দিনের মধ্যে শহরকে ধ্বংস থেকে রক্ষা করতে বলে। ধারাবাহিকটিতে এর পরবর্তী ২৫ দিনের ঘটনা প্রবাহের বিস্তারিত দেখানো হয়। এতে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্টে, গিরীশ কুলকার্নি, নীরজ কবি, জিতেন্দ্র জোশি, রাজশ্রী দেশপাণ্ডে, করণ ওয়াহি, সুখমণি সাধনা, আমির বশির, যতিন স্বর্ণা, এলনাজ নুরুজি, পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ওয়াহ ও কুবরা শেঠ।

কুশীলব

সম্পাদনা
অভিনয়শিল্পী চরিত্র মৌসুম
১ম মৌসুম ২য় মৌসুম
সাইফ আলি খান ইনস্পেক্টর সারতাজ সিং কেন্দ্রীয়
নওয়াজুদ্দীন সিদ্দিকী গণেশ গাইতোন্ডে কেন্দ্রীয়
রাধিকা আপ্টে অঞ্জলি মথুর কেন্দ্রীয় প্রদর্শিত হবে না
পঙ্কজ ত্রিপাঠি গুরুজী খান্না পুনরাবৃত্ত কেন্দ্রীয়
কাল্কি কেকল্যাঁ বাটিয়া অ্যাবেলম্যান প্রদর্শিত হবে না কেন্দ্রীয়
রণবীর শোরি শহীদ খান প্রদর্শিত হবে না কেন্দ্রীয়
নীরজ কবি ডিসিপি দিলীপ পারুলকর পুনরাবৃত্ত
যতিন সর্না দীপক "বান্টি" শিন্দে পুনরাবৃত্ত
কুবরা সাইত কুকু পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
জিতেন্দ্র জোশি কনস্টেবল অশোক কাটেকর পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
রাজশ্রী দেশপাণ্ডে সুভদ্রা পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
এলনাজ নুরুজি জোয়া মির্জা/জমিলা পুনরাবৃত্ত
লুক কেনি ম্যালকম মুরাদ পুনরাবৃত্ত
আমির বশির ইনস্পেক্টর মাজিদ আলি খান পুনরাবৃত্ত
গীতাঞ্জলি থাপা নয়নিকা সেহগল পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
সুরভিন চাওলা জোজো মাসকারেনহাস পুনরাবৃত্ত
শালিনী বৎস কান্তা বাঈ পুনরাবৃত্ত
অমৃতা সুভাষ কুসুম দেবী যাদব প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
গিরীশ কুলকার্নি বিপিন ভোসলে পুনরাবৃত্ত
অনুপ্রিয়া গোয়েঙ্কা মেঘা সিং পুনরাবৃত্ত
আফফান খান কিশোর সারতাজ সিং পুনরাবৃত্ত
সানি পাওয়ার কিশোর গণেশ গাইতোন্ডে পুনরাবৃত্ত
দানিশ পান্ডোর বড় বাদরিয়া পুনরাবৃত্ত
অনিল মাঙ্গে ছোট বাদরিয়া পুনরাবৃত্ত
বিক্রম কোচার মথু পুনরাবৃত্ত
সমীর কোচার এসিআইও মার্কন্ড পুনরাবৃত্ত
চিত্তরঞ্জন ত্রিপাঠি ত্রিবেদী পুনরাবৃত্ত
রাজেন্দ্র শিসক্ত এএসআই দোবালে পুনরাবৃত্ত
সুখমণি সাধনা মিক্কি পুনরাবৃত্ত
মুণি ঝা পরিতোষ শাহ পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
করণ ওয়াহি করণ মালহোত্রা পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
নবাব শাহ সলিম কাকা পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
সানন্দ বর্মা[] পুরুষোত্তম বড়িয়া প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
জয়প্রীত সিং কনস্টেবল দিলবাগ সিং পুনরাবৃত্ত
সৌরভ সচদেব সুলেমান ঈশা পুনরাবৃত্ত
নেহা শিতোল শালিনী কাটেকর পুনরাবৃত্ত
স্মিতা থাম্বে এটিএস বিশ্লেষক রমা প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
হর্ষিতা গৌর ম্যারি মাসকারেনহাস প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
প্রিয়াঙ্কা সেঠিয়া হর্ষ বড়িয়া প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
সন্দেশ কুলকার্নি গাইতোন্ডের বাবা পুনরাবৃত্ত
বিভাবরী দেশপাণ্ডে গাইতোন্ডের মা পুনরাবৃত্ত প্রদর্শিত হবে না
জন সেনগুপ্ত মথুর প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত
অ্যামি ওয়াহ কুশল প্রদর্শিত হবে না পুনরাবৃত্ত

মৌসুম ও পর্ব

সম্পাদনা

স্যাক্রেড গেমস ধারাবাহিকটির দুটি মৌসুম প্রচারিত হয়েছে। প্রতিটি মৌসুমে আটটি করে পর্ব রয়েছে। প্রথম মৌসুমের চারটি পর্ব ২০১৮ সালের ২৯শে জুন নেটফ্লিক্সে প্রচারিত হয়। ২০১৮ সালের ৫ই জুলাই ১৯১ দেশে প্রথম মৌসুমের আটটি পর্ব একসাথে প্রচারিত হয়। দ্বিতীয় মৌসুমটি ২০১৯ সালের ১৫ই আগস্ট মুক্তি পায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "What makes Gaitonde click? Varun Grover decodes Sacred Games and its protagonists"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০ 
  2. "Sacred Games | Netflix Official Site"নেটফ্লিক্স 
  3. মজুমদার, ময়ূখ (১২ এপ্রিল ২০১৮)। "5 Reasons Why Sacred Games Is A Proud Moment For India"ম্যান্‌স ওয়ার্ল্ড। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০ 
  4. "This Bhabiji Ghar Par Hai actor bags a negative role in Sacred Games 2" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। ১১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা