স্বামী প্রজ্ঞানানন্দ

স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ (৩১ আগস্ট, ১৯০৭ - ৮ অক্টোবর, ১৯৯৮) ছিলেন একজন রামকৃষ্ণ আদেশ তথা ভাবধারায় দীক্ষিত সঙ্গীতশিল্পী, লেখক ও সম্পাদক[১] তার পিতৃদত্ত নাম ছিল পশুপতি বন্দ্যোপাধ্যায়।

স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ
জন্মনামপশুপতি বন্দ্যোপাধ্যায়
জন্ম( ১৯০৭-০৮-৩১)৩১ আগস্ট ১৯০৭
প্রসাদপুর, হুগলি জেলা বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ)
মৃত্যু৮ অক্টোবর ১৯৯৮(1998-10-08) (বয়স ৯১)
পেশাকণ্ঠশিল্পী, লেখক, সম্পাদক
কার্যকাল১৯২৪ –১৯৯৮

জন্ম ও প্রারম্ভিক জীবন

সম্পাদনা

পশুপতি বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯০৭ খ্রিস্টাব্দের ৩১ আগস্ট ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রসাদপুরে। পিতা নকুড়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পশুপতি কলকাতার সিটি কলেজ থেকে বি.এ পাশ করেন।

সঙ্গীত শিক্ষা

সম্পাদনা

গ্রামের বাড়িতে আধ্যাত্মিক ও সাঙ্গীতিক পরিবেশে সঙ্গীত চর্চা করেছেন প্রথমে পিতা ও অগ্রজ পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরে তালিম নেন নিকুঞ্জবিহারী দত্ত, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, আর ওয়াই মূলে, জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, হরিনারায়ণ মুখোপাধ্যায় প্রমুখের কাছে। শেষে তিনি আধ্যাত্মিক গুরু হিসাবে পান রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য, স্বামী অভেদানন্দকে। ১৯২৪ খ্রিস্টাব্দে তিনি তার কাছেই দীক্ষা নেন। কাশীর বিখ্যাত ন্যায়াচার্য রামচরণ ভট্টাচার্যের কাছে নব্যন্যায়, মধুসূদন শাস্ত্রীর কাছে বেদান্ত এবং দীক্ষাগুরু স্বামী অভয়ানন্দজির কাছে দর্শনশাস্ত্রের দুরূহ তত্ত্ব বিষয়ে শিক্ষা লাভ করেন। স্বামী প্রজ্ঞানানন্দ ভারতীয় সঙ্গীতের বিলুপ্তপ্রায় ঐতিহ্য পুনরুদ্ধার করে সেই ঐতিহ্য নির্মাণে জীবন উৎসর্গ করেন। তার নিজের কণ্ঠে গীত বহু সঙ্গীত এবং বক্তৃতা গ্রামোফোন রেকর্ড ও ক্যাসেটে প্রকাশিত হয়েছে। তিনি রিসার্চ গাইড হিসাবে দীর্ঘসময় ব্যয় করেন। ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতায় স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র বিশ্ববাণী-র সম্পাদনা করেছেন। ১৯৮৪ খ্রিস্টাব্দ হতে রামকৃষ্ণ বেদান্ত মঠের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তার নিজের লেখার বিষয় ছিল সঙ্গীতশাস্ত্র, দর্শন, ইতিহাস, পুরাতত্ত্ব, ভাস্কর্য, মূর্তিতত্ত্ব, চারুকলা, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত-ব্যাখ্যা ইত্যাদি। তার রচিত ইংরেজি ও বাংলা গ্রন্থের সংখ্যা প্রায় চল্লিশ। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল—

  • অধ্যাত্ম সাধনায় দেবতা ও দেবীভাবনা
  • অভেদানন্দ দর্শন (২ খণ্ড)
  • কঠোপনিষদে পরমার্থতত্ত্ব
  • বিবেকানন্দের দর্শন চিন্তায় মন্ত্রতত্ত্ব ও মন্ত্রসাধনা
  • রবীন্দ্র সাহিত্যে ধর্মচেতনা
  • সঙ্গীতে রবীন্দ্র প্রতিভার দান
  • শ্রীরামকৃষ্ণচন্দ্রিকা [১]
ইংরাজী ভাষায়—
  • ফিলজফি অফ প্রোগ্রেস অ্যান্ড পারফেকশন
  • অ্যান এনকোয়ারি ইনটু সাইকোলজি
  • সোল অ্যান্ড অ্যাবসোলিউট
  • হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান মিউজিক
  • দ্য সোশ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ভ্যালুজ অফ রাগাজ অ্যান্ড রাগিনীজ

এছাড়াও, তিনি তার দীক্ষাগুরুর ইংরাজীতে রচিত গ্রন্থের ভূমিকাসহ সম্পাদনা করেন, সেগুলি হল—

  • দ্য কমপ্লিট ওয়র্কস্ অফ স্বামী অভেদানন্দ (এগারো খণ্ড)
  • দ্য ওয়ার্কস অফ স্বামী অভেদানন্দ (দুটি খণ্ড)
  • দ্য বেসেস অফ ইন্ডিয়ান কালচার[২]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। ১৯৬১ খ্রিস্টাব্দে তার রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ-হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান মিউজিক-এর জন্য পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্র পুরস্কার প্রদান করে।

জীবনাবসান

সম্পাদনা

১৯৯৮ খ্রিস্টাব্দের ৮ অক্টোবর কলকাতায় স্বামী প্রজ্ঞানানন্দের তিরোধান ঘটে।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ২২৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. "রামকৃষ্ণ বেদান্ত মঠ"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১