স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস

স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: spyan snga grags pa 'byung gnas) (১১৭৫-১২৫৫) 'ব্রি-কুং বৌদ্ধবিহারের চতুর্থ প্রধান ছিলেন।

প্রথম জীবন সম্পাদনা

স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস ১১৭৫ খ্রিষ্টাব্দে পূর্ব তিব্বতের ল্চি (ওয়াইলি: lci) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল য়োন-ছেন-র্গ্যাল-বা-স্ক্যাব্স (ওয়াইলি: spyan snga grags pa 'byung gnas) ও মাতার নাম ছিল 'ব্রো-ল্দোগ-ব্জা'-খু-ব্যুগ-স্মান (ওয়াইলি: 'bro ldog bza' khu byug sman)। তিনি এগারো বছর বয়সে গ্যো-গু নামক স্থানে শিক্ষার্থীর দীক্ষালাভ করেন এবং য়েল-পা-য়ে-শেস-ব্র্ত্সেগ্স নামক বিখ্যাত পন্ডিতের নিকট তিন বছর শিক্ষালাভ করেন। এরপর তিনি 'ব্রি-কুং (ওয়াইলি: 'bri kung) নামক বৌদ্ধবিহারে আগামী দুই দশক ধরে 'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল নামক 'ব্রি-কুং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'bri kung bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতার নিকট সাধনা করেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

১২০৮ খ্রিষ্টাব্দে তিনি গ্দান-সা-ম্থিল (ওয়াইলি: gdan sa mthil) নামক বিহারের প্রধান ও ১২৩৫ খ্রিষ্টাব্দে তিনি 'ব্রি-কুং বৌদ্ধবিহারের চতুর্থ প্রধান নির্বাচিত হন। ১২৪০ খ্রিষ্টাব্দে মোঙ্গল সম্রাট ওগেদেই খানের পুত্র খোদান খানের আদেশে মঙ্গোল সেনাপতি দুর্দা তার্খানের নেতৃত্বে তিব্বত আক্রমণ করেন, কিন্তু স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাসের ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে তারা 'ব্রি-কুং বৌদ্ধবিহারের অনিষ্ট না করে ফিরে যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Martin, Dan (2008-08)। "Chennga Drakpa Jungne"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-25  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal, pp. 609–10.
পূর্বসূরী
দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা
স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস
'ব্রি-কুং বৌদ্ধবিহারের চতুর্থ প্রধান
উত্তরসূরী
র্দো-র্জে-গ্রাগ্স-পা