'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল
'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল (ওয়াইলি: 'jig rten mgon po rin chen dpal) (১১৪৩-১২১৭) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'ব্রি-কুং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'bri kung bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
প্রথম জীবন
সম্পাদনা'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল তিব্বতের খাম্স অঞ্চলের ত্শু-ঙ্গু শহরে স্ক্যু-রা পরিবারগোষ্ঠীতে ১১৪৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মের পরে তার নাম রাখা হয় দ্বাল-'বার-থার (ওয়াইলি: dbal 'bar thar)। পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে ব্ত্সুন-পা-স্ক্যাব্স (ওয়াইলি: btsun pa skyabs) রাখা হয়। পনেরো বছর বয়সে তার পিতা ও তার পরের বছর তার মাতার মৃত্যু হলে ব্ত্সুন-পা-স্ক্যাব্স প্রতিবেশিদের বাড়িতে পুঁথি পড়ে উপার্জন করে বহু কষ্টে জীবনধারণ করতেন।[১]
শিক্ষা
সম্পাদনাপঁচিশ বছর বয়সে তিনি ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পোর নিকটে গিয়ে তার নিকটে বোধিচিত্ত ও মহামুদ্রা সম্বন্ধে জ্ঞানলাভ করেন। এরপর ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পোর উপদেশে তিনি বোধিসত্ত্ব শপথ]] গ্রহণ করেন। ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পোর মৃত্যুর পরে তিনি ত্সি-লুং-পা নামক এক পন্ডিতের নিকট মার্গফল বা লাম-'ব্রাস (ওয়াইলি: lam 'bras) সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি দ্ব্যে-ছুং নামক স্থানে পাঁচ বছর সাধনা করেন। এই সময় তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন। পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বৌদ্ধ ভিক্ষুতে পরিণত হন।[১]
পরবর্তী জীবন ও রচনা
সম্পাদনা১১৭৯ খ্রিষ্টাব্দে তিনি 'ব্রি-কুং বৌদ্ধবিহার স্থাপন করে 'ব্রি-কুং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'bri kung bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। মহামুদ্রা সংক্রান্ত তার শিক্ষা ফ্যাং-ছেন-ল্ঙ্গা-ল্দান (ওয়াইলি: phyag chen lnga ldan) নামক গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এছাড়াও দ্গোংস-গ্চিগ (ওয়াইলি: dgongs gcig) এবং থেগ-ছেন-ব্স্তান-পা'ই-স্ন্যিং-পো (ওয়াইলি: theg chen bstan pa'i snying po) নামক গ্রন্থে তার দর্শন ও শিক্ষা সম্বন্ধে লেখা রয়েছে। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Martin, Dan (আগস্ট ২০০৮)। "Jikten Gonpo Rinchen Pel"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩।
আরো পড়ুন
সম্পাদনা- Liu Kuo-wei. 2001.'Jig rten mgon po and the Single Intention (dgongs gcig): His View on Bodhisattva Vow and Its Influence on Medieval Tibetan Buddhism. Doctoral dissertation, Harvard University.
- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 596–601.
- Sobisch, Jan-Ulrich. 2202. Three-Vow Theories in Tibetan Buddhism. Wiesbaden: Verlag, pp. 329–35.
- Sperling, Elliot. 1987. "Some Notes on the Early 'Bri-gung-pa Sgom-pa." Journal of the Tibet Society, pp. 33–56.
পূর্বসূরী -- |
'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল 'ব্রি-কুং বৌদ্ধবিহারের প্রথম প্রধান |
উত্তরসূরী গু-রা-বা-ত্শুল-খ্রিম্স-র্দো-র্জে |