দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা

দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: bsod nams grags pa) (১১৮৭-১২৩৪) 'ব্রি-কুং বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা ১১৮৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আ-ন্যে-আ-গ্রাগ্স (ওয়াইলি: a nye a grags)। তার ভ্রাতা র্দো-র্জে-গ্রাগ্স-পা (ওয়াইলি: rdo rje grags pa) পরবর্তীকালে 'ব্রি-কুং বৌদ্ধবিহারের পঞ্চম প্রধান হিসেবে নির্বাচিত হন ও অপর ভ্রাতা র্দো-র্জে-সেং-গে (ওয়াইলি: rdo rje seng ge) ঐ বিহারের প্রথম প্রশাসক বা 'ব্রি-কুং-স্গোম-পা (ওয়াইলি: 'bri kung sgom pa) হিসেবে নির্বাচিত হন। এগারো বছর বয়সে দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা 'ব্রি-কুং বৌদ্ধবিহারে 'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল নামক 'ব্রি-কুং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'bri kung bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতার নিকট দীক্ষালাভ করেন। স্তাগ-ফু (ওয়াইলি: stag phu) নামক স্থানে তিনি গ্নুব্স-স্তোন-য়োন-তান-গ্রাগ্স (ওয়াইলি: gnubs ston yon tan grags) নামক ভিক্ষুর নিকট হেবজ্র সম্বন্ধে অধ্যয়ন করেন। 'জিগ-র্তেন-ম্গোন-পো-রিন-ছেন-দ্পাল মৃত্যুবরণ করলে তাকে 'ব্রি-কুং বৌদ্ধবিহারের পরবর্তী প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হলে তিনি সেই সময় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তীকালে ১২২১ খ্রিষ্টাব্দে তিনি ঐ বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান নির্বাচিত হন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Martin, Dan (2008-08)। "Won Sonam Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-25  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, vol. 9, pp. 239–247.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 609.
পূর্বসূরী
গু-রা-বা-ত্শুল-খ্রিম্স-র্দো-র্জে
দ্বোন-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা
'ব্রি-কুং বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান
উত্তরসূরী
স্প্যান-স্ঙ্গা-গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস