স্পোর্টস ওড়িশা হল একটি ভারতীয় প্রাতিষ্ঠানিক মাল্টিস্পোর্টস ক্লাব যা ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত। এটি ওড়িশা সরকারের মালিকানাধীন এবং ক্লাবের বেশিরভাগ খেলোয়াড় ওড়িশা স্টেট স্পোর্টস হোস্টেল প্রকল্প থেকে নির্বাচিত হয়,[১] যার কারণে দলটি ওড়িশা স্পোর্টস হোস্টেল হিসাবেও প্রতিযোগিতা করে।

স্পোর্টস ওড়িশা
পূর্ণ নামস্পোর্টস ওড়িশা
প্রতিষ্ঠিত২০১১; ১৩ বছর আগে (2011)
মাঠকলিঙ্গ স্টেডিয়াম
ভুবনেশ্বর, ওড়িশা
ধারণক্ষমতা১৫,০০০
মালিকক্রীড়া ও যুব পরিষেবা বিভাগ (ডিএসওয়াইএস), ওড়িশা সরকার
প্রধান কোচপুরুষ: অমিত রানা
মহিলা: পরমিতা সিট
লিগআই-লিগ ৩
এফএও লিগ
ভারতীয় মহিলা লিগ
ওড়িশা মহিলা লিগ

পুরুষ দল রাষ্ট্রীয় স্তরে এফএও লিগে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০২৩-২৪ মৌসুমে আই-লিগ ৩- এর জন্য যোগ্যতা অর্জন করেছে।[২] মহিলা দল ভারতীয় মহিলা লিগ[৩] এবং রাজ্য স্তরে ওডিশা মহিলা লিগ উভয়েই অংশগ্রহণ করে। স্পোর্টস ওডিশা ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপেও উপস্থিত হয়েছে।

খেলোয়াড় (পুরুষ) সম্পাদনা

১২ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[৪]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
  সঞ্জয় হেমব্রম
  পিন্টু সামাল
  শ্রীনাথ ডি.
  রাকেশ ওরাম (অধিনায়ক)
  মোহন মাঝি
  রাহুল মুখি
  অর্পণ লাকরা
  প্রশান্ত শ্রীহরি
  রাইসেন টুডু
১০   কার্তিক হান্টাল
১১   দীনবন্ধু দাস
১২   অলক কুমার দাস
১৪   আনন্দ ওরাম
১৫   চন্দ্রকান্ত দাস
১৬   চন্দ্র মোহন মুর্মু
নং অবস্থান খেলোয়াড়
১৭   ডি. সঞ্জয়
১৮   পারাও টুডু
১৯   ফাগু হেমব্রম
২০   চন্দ্র মুদুলি
২১   সিদ্ধান্ত পাধন
২২   আরবিন লাকরা
২৩   ইন্দ্র কুজুর
২৪   দশরথ হেমব্রম
২৫   জগন্নাথ টুডু
২৬   গণেশ নায়েক
২৭   পাঠ কুমার মুন্ডা
২৮   প্রেমিয়ুষ বাগ
২৯   ইন্দ্র ওরাম
৩০   অভিনাশ কিষাণ
৩১   রবি দেউলাপাদিয়া

খেলোয়াড় (মহিলা) সম্পাদনা

৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[৫]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   মঞ্জু গাঞ্জু
  রত্না হালদার
  অমৃতা জৈশি (সহ-অধিনায়ক)
  সুমিত্রা হেমব্রম
  মুনিকা মিনজ (অধিনায়ক)
  রশ্মি কুমারী ঘিসিং
১০   মনীষা নায়েক
১২   সুবাসিনী সাহা
১৩   সঙ্গীতা দাস
১৪   নিকেতা বিশি
১৫   জানহাবি কিষাণ
১৬   প্রেমসিলা লুগুন
১৭   সুভদ্রা সাহু (সহ-অধিনায়ক)
১৮   সুস্মিতা তান্তি
নং অবস্থান খেলোয়াড়
১৯   অম্ব্রত নায়েক
২০   ভারতী দাস
২১ গো   আদ্রিজা সারখেল
২৩   প্রতিমা ওরাম
২৪   দীপা নায়েক
২৫   প্রতিমা নায়ক
২৬   গিয়ানি রামচিং মারা
২৭   সালেগে মাঝি
৩১ গো   স্পন্ডিতা দাস
৩২   শিবানী মুন্ডারী
৩৩   মিথিলা রামানি
৭৭   কামিনী মুন্ডা

সাফল্য সম্পাদনা

ঘরোয়া (পুরুষ) সম্পাদনা

ঘরোয়া (মহিলা) সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sports Hostel"Department of Sports & Youth Services, Government of Odisha। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  2. "THIRD DIVISION: Dempo to play at home, Sporting away"The Times of India। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৫ 
  3. "Sports Odisha Promise Fighting Challenge To Others"m.timesofindia.com। ২৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  4. "I-League 3 - 2023-24"। i-league.org। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৩ 
  5. "IWL 2023-24"। i-league.org। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৩