স্ত্রাহিনিয়া এরাকোভিচ

সার্বীয় ফুটবলার

স্ত্রাহিনিয়া এরাকোভিচ (সার্বীয়: Страхиња Ераковић, ইংরেজি: Strahinja Eraković; জন্ম: ২২ জানুয়ারি ২০০১) হলেন একজন সার্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সার্বিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সার্বীয় সুপারলিগার ক্লাব রেড স্টার বেলগ্রেড এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

স্ত্রাহিনিয়া এরাকোভিচ
২০২১ সালে রেড স্টার বেলগ্রেডের হয়ে এরাকোভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-01-22) ২২ জানুয়ারি ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান বাতায়নিৎসা, সার্বিয়া ও মন্টিনিগ্রো
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেড স্টার বেলগ্রেড
জার্সি নম্বর ২৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৩, ১৪ জুন ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, এরাকোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সার্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

স্ত্রাহিনিয়া এরাকোভিচ ২০০১ সালের ২২শে জানুয়ারি তারিখে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বাতায়নিৎসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

এরাকোভিচ সার্বিয়া অনূর্ধ্ব-১৭, সার্বিয়া অনূর্ধ্ব-১৯, সার্বিয়া অনূর্ধ্ব-২০ এবং সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১৪ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সার্বিয়া ২০২২
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ФК Црвена звезда - Тим" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা – দল]। crvenazvezdafk.com (সার্বীয় ভাষায়)। বেলগ্রেড: রেড স্টার বেলগ্রেড। ৬ মে ২০১৬। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  2. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  3. "FK Crvena zvezda" [ফুটবল ক্লাব ত্রভেনা জোভেজদা]। superliga.rs (সার্বীয় ভাষায়)। সার্বীয় সুপারলিগা। ২৩ এপ্রিল ২০২৩। ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা