স্ক্রাইবাস (ইংরেজি: Scribus) একটি ফ্রি ডেস্কটপ প্রকাশনা এপ্লিকেশন। এটার ভিত্তি হলো ফ্রি কিউটি টুলকিট, যার নেটিভ সংস্করণ ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, হাইকু, মাইক্রোসফট উইন্ডোজ, ওএস/২ ও বিএসডির জন্যে পাওয়া যায়। এ ডেস্কটপ প্রকাশনা প্যাকেজে বিভিন্ন ফ্রি প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। []

স্ক্রাইবাস
স্ক্রাইবাস ১.৩.৭
স্ক্রাইবাস ১.৩.৭
উন্নয়নকারীস্ক্রাইবাস টিম
প্রাথমিক সংস্করণ২৬ জুন ২০০৩; ২১ বছর আগে (2003-06-26)
স্থিতিশীল সংস্করণ
১.৪.৭[] / ২৮ এপ্রিল ২০১৮; ৬ বছর আগে (2018-04-28)
পূর্বরূপ সংস্করণ
১.৫.৪[] / ২৮ এপ্রিল ২০১৮; ৬ বছর আগে (2018-04-28)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি++ (কিউটি)
অপারেটিং সিস্টেমগ্নু/লিনাক্স, ফ্রিবিএসডি, সোলারিস, নেটবিএসডি, ম্যাক ওএস, গ্নু/হার্ড, হাইকু, পিসি-বিএসডি, মাইক্রোসফট উইন্ডোজ
উপলব্ধবহুভাষিক
ধরনডেস্কটপ প্রকাশনা
লাইসেন্সগ্নু এলজিপিএল ২.১, এমআইটি, ৩-ক্লজ বিএসডি, পাবলিক ডোমেইন
ওয়েবসাইটscribus.net

স্ক্রাইবাস লেআউট, টাইপসেটিং, ও প্রোফেশনাল মানের ইমেজ-সেটিং ইকুয়েপমেন্টে প্রস্তুতির জন্যে ডিজাইন করা হয়েছে। এটি এনিমেটেড এবং সক্রিয় পিডিএফ ফাইল তৈরী করতে পারে। সংবাদপত্র, সংবাদলীপি, পোস্টার, বই, পুস্তিকা অনেককিছু লেখার কাজে এটি ব্যবহৃত হয়।

স্ক্রাইবাস সম্পর্কে বিভিন্ন ভাষায় বই রয়েছে, যার মধ্যে আছে ১.১৩ সংস্করণের জন্যে অফিশিয়াল নির্দেশিকা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://wiki.scribus.net/canvas/1.4.7_Release
  2. "1.5.4 Release - Scribus Wiki"wiki.scribus.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১১ 
  3. "স্ক্রাইবাস ডিপেন্ডেন্সিস"wiki.scribus.com। স্ক্রাইবাস উইকি। ২২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮