স্কট ম্যাককেনা
স্কট ফ্রেজার ম্যাককেনা (ইংরেজি: Scott McKenna; জন্ম: ১২ নভেম্বর ১৯৯৬; স্কট ম্যাককেনা নামে সুপরিচিত) হলেন একজন স্কটিশ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্কট ফ্রেজার ম্যাককেনা[১] | ||
জন্ম | ১২ নভেম্বর ১৯৯৬ | ||
জন্ম স্থান | কিরিমুইর, স্কটল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নটিংহ্যাম ফরেস্ট | ||
জার্সি নম্বর | ২৬ | ||
যুব পর্যায় | |||
২০০৮–২০১৪ | আবেরডিন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০২০ | আবেরডিন | ৯১ | (৫) |
২০১৫ | → এয়ার ইউনাইটেড (ধার) | ১২ | (০) |
২০১৬ | → অ্যালোয়া অ্যাথলেটিক (ধার) | ৪ | (০) |
২০১৬–২০১৭ | → এয়ার ইউনাইটেড (ধার) | ১১ | (১) |
২০২০– | নটিংহ্যাম ফরেস্ট | ৮ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৫ | স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১৪ | (০) |
২০১৭ | স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৫ | (০) |
২০১৮– | স্কটল্যান্ড | ১৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:১৬, ১১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:১৬, ১১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৮–০৯ মৌসুমে, স্কটিশ ফুটবল ক্লাব আবেরডিনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ম্যাককেনা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, আবেরডিনের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৫–১৬ মৌসুমে তিনি ধারে এয়ার ইউনাইটেডে যোগদান করেছেন। এয়ার ইউনাইটেডে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর ধারে অ্যালোয়া অ্যাথলেটিকে যোগদান করেছেন, যেখানে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি পুনরায় এয়ার ইউনাইটেডে ধারে ১ মৌসুম খেলার পর আবেরডিনে ফিরে আসেন, যেখানে তিনি প্রায় ৪ মৌসুম অতিবাহিত করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি আবেরডিন হতে ইংরেজ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগদান করেছেন।[২]
২০১৩ সালে, ম্যাককেনা স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫-এর অধিক ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাস্কট ফ্রেজার ম্যাককেনা ১৯৯৬ সালের ১২ই নভেম্বর তারিখে স্কটল্যান্ডের কিরিমুইরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি শৈশব থেকেই সেল্টিকের ভক্ত ছিলেন।[৩]
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাম্যাককেনা স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।[৪] ২০১৩ সালের ১২ই অক্টোবর তারিখে তিনি বেলারুশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৮ সালের ২৩শে মার্চ তারিখে, মাত্র ২১ বছর ৪ মাস ১১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ম্যাককেনা কোস্টা রিকার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। ম্যাচটি স্কটল্যান্ড ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ম্যাককেনা সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ১১ মার্চ ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্কটল্যান্ড | ২০১৮ | ৮ | ০ |
২০১৯ | ৬ | ০ | |
২০২০ | ৪ | ০ | |
সর্বমোট | ১৮ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Scottish Football Association: List of Suspensions: Issue No. 15: Thursday 18 October 2018" (পিডিএফ)। Scottish Football Association। ১৮ অক্টোবর ২০১৮। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- ↑ "McKenna moves to The Reds"। Nottingham Forest FC - Official Site। ২৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Pattullo, Alan (১৫ ফেব্রুয়ারি ২০২০)। "Interview: Aberdeen's Scott McKenna on his sudden rise to the Scotland captaincy, why he wants to leave Pittodrie and why Aston Villa's move for him fell through"। The Scotsman। Edinburgh: JPIMedia। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Scott McKenna"। Scottish Football Association। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- স্কট ম্যাককেনা – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে স্কট ম্যাককেনা (ইংরেজি)
- সকারবেসে স্কট ম্যাককেনা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে স্কট ম্যাককেনা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে স্কট ম্যাককেনা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে স্কট ম্যাককেনা (ইংরেজি)