সৌরপুরাণ (সংস্কৃত: सौर पुराण) হল একটি শৈব উপপুরাণ। এই পুরাণের মুদ্রিত সংস্করণে ৬৯টি অধ্যায় রয়েছে। সৌরপুরাণের পরিশিষ্ট অধ্যায়ে এটিকে ব্রহ্মপুরাণের অংশ বলে উল্লেখ করা হয়েছে। অনুমিত হয় যে অতীতে এই পুরাণের সম্পূর্ণ ভিন্ন একটি পাঠ প্রচলিত ছিল।[]

সৌরপুরাণের বর্তমান পাঠে হিন্দু দেবতা সূর্যের মাধ্যমে অপর হিন্দু দেবতা শিব ও তাঁর শক্তি পার্বতীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে। এছাড়া এই গ্রন্থে বারাণসী তীর্থের মাহাত্ম্য এবং অপরাপর বিভিন্ন তীর্থস্থান ও শিবলিঙ্গের বর্ণনাও পাওয়া যায়।[] গ্রন্থের ৩১শ অধ্যায়ে উর্বশীপুরূরবার প্রেমকাহিনির একটি পাঠও পাওয়া যায়।[] এছাড়া সৌরপুরাণ থেকে দেবীর পূজা, দান ও ব্রতের মাহাত্ম্য-সহ পৌরাণিক সাহিত্যের একটি সংক্ষিপ্ত পরিচয়ও পাওয়া যায়। ৩৮শ থেকে ৪০শ অধ্যায়ে একটি ভবিষ্যদ্বাণীর আকারে মধ্যযুগীয় দার্শনিক মধ্ব ও তার রচনার সমালোচনা করা হয়েছে।[]

সংস্করণ

সম্পাদনা

১৮৮৯ সালে সৌরপুরাণের একটি সংস্করণ পুণে থেকে আনন্দশর্মা (আনন্দশর্মা সংস্কৃত ধারাবাহিক ১৮) কর্তৃক মুদ্রিত হয়। ১৯০৮ সালে কলকাতার বঙ্গবাসী প্রেস থেকে বাংলা অনুবাদ সহ এই পুরাণের অপর একটি সংস্করণ প্রকাশিত হয়। দুটি সংস্করণই ছিল কার্যত একরূপ।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rocher, Ludo (১৯৮৬)। The Purāṇas। Wiesbaden: Otto Harrassowitz। পৃষ্ঠা 220–1। আইএসবিএন 3-447-02522-0 
  2. Winternitz, Maurice (১৯৮১)। A History of Indian Literature। Vol.I। Delhi: Motilal Banarsidass। পৃষ্ঠা 512। আইএসবিএন 81-208-0264-0 

বহিঃসংযোগ

সম্পাদনা