সোলাপুর বিশ্ববিদ্যালয়

পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয় হল একটি সরকারি রাজ্য বিশ্ববিদ্যালয়,[১] যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুরে অবস্থিত। পূর্বে এটি শিবাজী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্র ছিল।[২] বিশ্ববিদ্যালয়টি ২০০৪ সালের ১লা আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ২০০৪ সালের ৩রা আগস্ট উদ্বোধন করেছিলেন।

পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যবিদ্যায় সম্পন্নতা
ধরনসরকারি
স্থাপিত২০০৪ (২০ বছর আগে) (2004)
আচার্যমহারাষ্ট্রের রাজ্যপাল
উপাচার্যডাঃ মৃণালিনী মিলিন্দ ফড়নবিস
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিইউজিসি
ওয়েবসাইটhttp://su.digitaluniversity.ac/
মানচিত্র

বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭১,০০০ জনের অধিক নথিভুক্ত শিক্ষার্থী সহ ১০৪ টি কলেজ রয়েছে।[৩]

শিক্ষাপ্রাঙ্গণ সম্পাদনা

পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকর সোলাপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাঙ্গণটি প্রায় ৩৫.৫ একর জমিতে অবস্থিত। এছাড়াও, মহারাষ্ট্র রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ একর জমি বরাদ্দ করেছে।[৪]

বিভাগ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ে মোট ৬ টি বিভাগ রয়েছে। বিভাগগুলি দাপ্তরিক ভাবে স্কুল নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলি হল:

  • স্কুল অব কেমিকাল সাইন্সেস
  • স্কুল অব কম্পিউটেশনাল সায়েন্সেস
  • স্কুল অব আর্থ সায়েন্স
  • স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস
  • স্কুল অব সোশ্যাল সাইন্স
  • স্কুল অব এডুকেশন
  • স্কুল অব কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of State Universities as on 29.06.2017" (পিডিএফ)বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  2. "About University"। Solapur University। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  3. "Jurisdiction"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩ 
  4. "The Punyashlok Ahilyadevi Holkar Solapur University campus is around 35.5 acers and allotted 500 acres of land by State Govt. of Maharashtra."। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৩