সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

ভারতীয় লেখক, অধ্যাপক ও রবীন্দ্র গবেষক

ড. সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ( ১৯২৬ — ১৮ মার্চ ২০২২) ছিলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক অধ্যাপক ও রবীন্দ্র গবেষক। [১]

সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২৭/০৫/২০১৭ তারিখে কলকাতার অবনীন্দ্র সভাঘরে - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
২৭/০৫/২০১৭ তারিখে কলকাতার অবনীন্দ্র সভাঘরে - সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
জন্ম১৯২৬
শান্তিনিকেতন, ব্রিটিশ ভারত
মৃত্যু১৮ মার্চ ২০২২(2022-03-18) (বয়স ৯৫–৯৬)
শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ
পেশাঅধ্যাপনা
ভাষাবাংলা
নাগরিকত্বভারতীয়

জন্ম ও প্রারম্ভিক জীবন সম্পাদনা

অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। পৈতৃক নিবাস ছিল বাঁকুড়া-বিষ্ণুপুর সন্নিহিত চুয়ামসিনা গ্রামে। পিতা শিল্পী সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সোমেন্দ্রনাথের শৈশব কেটেছে পিতার কর্মক্ষেত্র করাচির দয়াশ্রমে, গোরক্ষপুরে।[২]

কর্মজীবন সম্পাদনা

এম এ পাশের পর সোমেন্দ্রনাথের কর্মজীবন শুরু হয় কলকাতার বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা দিয়ে। পরবর্তীতে দীর্ঘ সময় তিনি বিশ্বভারতীর বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এখান থেকে অবসরের পরও তার জীবনের বেশির ভাগ সময় কেটেছে শান্তিনিকেতনেই । জাপানি শিক্ষা বিভাগের আধিকারিক হিসাবে কাজ করেছেন নিপ্পন ভবনে। শান্তিনিকেতনে অধ্যাপকদের সংগঠন 'অধ্যাপক সভা' গঠনে সক্রিয় ভূমিকা নেন এবং ‘সাহিত্যিকা’ নামের এক নাট্যগোষ্ঠীর সভাপতি ছিলেন তিনি। শান্তিনিকেতনে তিনি অধ্যাপনার পাশাপাশি রবীন্দ্র চর্চা ও গবেষণায় লিপ্ত ছিলেন। ছোটবেলা থেকেই পিতার শিল্পকর্ম দেখে বড় হয়েছেন। তাই স্বাভাবিক কারণেই শিল্পকলার প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। শান্তিনিকেতনে দীর্ঘদিনের কাজের সুবাদে বিভিন্ন সময়ে তিনি মহাত্মা গান্ধী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু সত্যজিৎ রায় প্রমুখ বহু বিশিষ্টজনের সান্নিধ্যে এসেছেন। তাদের সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে লেখা বিস্মরণের বাইরে গ্রন্থটি হল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল -

  • রবীন্দ্র চিত্রকলা: রবীন্দ্র সাহিত্যের পটভূমিকা
  • রবীন্দ্রনাথ : পস্টারিটির পথে
  • রবীন্দ্র চিত্রকলা
  • মাই ডেজ উইথ রামকিঙ্কর বেজ
  • শিল্পী রামকিঙ্কর: আলাপচারি,
  • বাংলার বাউল কাব্যদর্শন প্রভৃতি।

তার একাধিক গ্রন্থ জাপানি ভাষাতেও অনুদিত হয়েছে।

জীবনাবসান সম্পাদনা

সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২০২২ খ্রিস্টাব্দের ১৮ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। [১]



তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রয়াত সোমেন্দ্রনাথ, শোক শান্তিনিকেতনে"। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২০ 
  2. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৭৫৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬