সোভিয়েত ও রুশ নভোচারীদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এই তালিকায় সোভিয়েত মহাকাশ কর্মসূচিরসকসমসের মহাকাশ যাত্রায় অংশগ্রহণকারী নভোচারীদের তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রুশ ও অন্যান্য জাতির নভোচারী রয়েছে। ইংরেজি ভাষায় এই নভোচারীরা cosmonaut (কস্মোনট্) নামে পরিচিত যা আদতে রুশ космонавт (কস্মনাফ়্ৎ) শব্দের ইংরেজায়ন[১]

প্রথম ১১ জন সোভিয়েত নভোচারী, জুলাই ১৯৬৫।

কেবল পাঁচজন সোভিয়েত ও রুশ নভোচারী মহাকাশে ভ্রমণ করেছেন: ভালেন্তিনা তেরেসকোভা, স্‌ভেতলানা সাভিৎসকায়া, ইয়েলেনা কন্দাকোভা, ইয়েলেনা সেরোভা[২]আনা কিকিনা

তালিকা সম্পাদনা

অ–ঔ সম্পাদনা

ক–ঙ সম্পাদনা

 
সোভিয়েত নভোচারী ইউরি গাগারিন, মহাকাশে প্রথম ব্যক্তি।

চ–ঞ সম্পাদনা

ট–ণ সম্পাদনা

ত–ন সম্পাদনা

 
ভালেন্তিনা তেরেসকোভা, মহাকাশে প্রথম নারী।

প–ম সম্পাদনা

য–ল সম্পাদনা

 
আলেক্সেই লেওনভ, প্রথম ব্যক্তি যিনি মহাকাশে হেঁটেছেন।

শ–হ সম্পাদনা

 
স্‌ভেতলানা সাভিৎসকায়া, প্রথম নারী যিনি মহাকাশে হেঁটেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kotlyakov, Vladimir; Komarova, Anna (২০০৬)। Elsevier's Dictionary of Geography: in English, Russian, French, Spanish and German। Elsevier। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-0-08-048878-3 
  2. Garber, Todd Messer, Claire Rojstaczer, and Steve। "Women in Space"history.nasa.gov। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২