সোনালী ব্যাগ
সোনালী ব্যাগ হলো পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ।[১][২][৩] পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশী বিজ্ঞানী মোবারক আহমদ খান।[১][২][৪][৫] এটি একটি সেলুলোজ-ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক, যা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প। পাট থেকে এই সেলুলোজকে সংগ্রহ করা হয়, যেখানে পাট হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান আঁশ শস্য।[৬][৭][৮]
ইতিহাস
সম্পাদনা১৯৮২ সালে বাজারে প্রচলিত পলিথিনের বাণিজ্যিক ব্যবহার শুরু হলে[৯] পরিবেশের উপর এর ক্ষতিকারক প্রভাবের কথা চিন্তা করে পরিবেশ কর্মীরা এর বিরোধিতা করেন এবং ফলশ্রুতিতে বিভিন্ন দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। বাংলাদেশেও ২০০২ সালে প্রচলিত পলিথিন ব্যাগ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করা হয়।[১][২] এই সময়ে যে আইন তৈরি হয় তাতে পলিথিনের বিকল্প হিসেবে ন্যাচারাল ফাইবার কমপোজিট (NFC) নিয়ে গবেষণা ও উন্নয়নের জন্য জোর দেয়া হয়। কয়েক বছর আগে থেকে এটি নিয়ে গবেষণা শুরু হলেও প্রচলিত পলিথিন নিষিদ্ধ হওয়ার পর থেকে মূলত পরিবেশ বান্ধব উপায়ে পলিথিন ব্যাগ উৎপাদন নিয়ে জোরালোভাবে কাজ শুরু হয়।[১০] এক দশক ধরে পরিশ্রমের চেষ্টায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর একজন বিজ্ঞানী মোবারক আহমদ খান বাংলাদেশের আরও কয়েকজন গবেষকের সহায়তায় বেশ কিছু (একটি পরিসরের) এনএফসি বা ন্যাচারাল ফাইবার কমপোজিট প্রস্তুত করতে সক্ষম হন। পরবর্তিতে ২০১৮ সালে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) মোবারক আহমদ খান এর দ্বারা তৈরিকৃত একটি পাট-ভিত্তিক এনএফসি ব্যবহার করে একটি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।[২][৪][১১][১২][১৩] বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পণ্যের নাম দেন সোনালী ব্যাগ। পাটকে "সোনালী আঁশ" বলা হয় বলে এর এইরকম নাম করা হয়।[১৪]
বাংলাদেশের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন:
একসময়ের গোল্ডেন ফাইবার (সোনালী আঁশ) হিসেবে পরিচিত এই পাট ভবিষ্যতে গোল্ডেন বার (সোনার বার) হিসেবে পরিচিত হবে।... বাজারে সোনালী ব্যাগের চাহিদা ব্যাপক হবে। আমরা যদি প্রতিদিন ৫০০ টন সোনালী ব্যাগ উৎপাদন করতে পারি তাহলে ৫০০ টনই বাজারজাত করা সম্ভব।[১৪]
পদ্ধতি ও পরিবেশে প্রভাব
সম্পাদনাপাটজাত এ পলিথিন ব্যাগটি উৎপাদনে প্রথমে পাট থেকে সেলুলোজ সংগ্রহ করে সেটি প্রক্রিয়াজাত করা হয়।[১] পরবর্তীতে সেলুলোজ থেকে সংগৃহীত সিটের মাধ্যমে পলিথিন ব্যাগ তৈরি করা হয়।[১৫] পাটের তৈরি সোনালী ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায় এবং মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "পাট থেকে পলিথিন ব্যাগ"।
- ↑ ক খ গ ঘ "পলিথিনের বিকল্প হতে পারে পাটের পলিমার"। ৮ এপ্রিল ২০১৮।
- ↑ "আসছে পাটের 'পলিথিন'"।
- ↑ ক খ "বাংলাদেশেই তৈরি হচ্ছে পাটের পলিমার ব্যাগ"। ২২ এপ্রিল ২০১৮ – www.bbc.com-এর মাধ্যমে।
- ↑ 24, Channel। "শিগগিরই বাজারে আসবে পাটের তৈরি সোনালী ব্যাগ"।
- ↑ "Polythene bag from jute"।
- ↑ "Polythene substitutes may be jute polymers"। ৮ এপ্রিল ২০১৮।
- ↑ "Sonali Bags: An Eco-Friendly Alternative"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৫।
- ↑ ক খ Pratidin, Bangladesh। "পাট থেকে সোনালি ব্যাগ - বাংলাদেশ প্রতিদিন"।
- ↑ Kantho, Kaler। "সোনালি সম্ভাবনায়, পাট পলিমার - কালের কণ্ঠ"।
- ↑ "'সোনালী ব্যাগের' স্বত্ব রাখতে টাক্সফোর্স গঠনের সুপারিশ"। ৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "আসছে পলিথিনের বিকল্প পাটের 'সোনালী ব্যাগ'"।
- ↑ "পাটজাত 'সোনালী ব্যাগ' এর মেধাস্বত্ব সংরক্ষণে উদ্যোগ নেওয়ার তাগিদ - রাজধানী - The Daily Ittefaq"।
- ↑ ক খ webdesk@somoynews.tv। "পাট থেকে মিলবে পলিথিনের ব্যাগ, যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি"। somoynews.tv।
- ↑ BanglaNews24.com। "বাণিজ্যমেলায় নিষিদ্ধ পলিথিনের বিকল্প 'সোনালী ব্যাগ'"।