সোনাগাজী সরকারি কলেজ

(সোনাগাজী সরকারী কলেজ থেকে পুনর্নির্দেশিত)

সোনাগাজী সরকারী কলেজ বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলার একমাত্র সরকারি কলেজ।

সোনাগাজী সরকারী কলেজ
সোসক
ঠিকানা
সোনাগাজী পৌরসভা


তথ্য
নীতিবাক্যহে প্রভু আমাকে জ্ঞান দাও
প্রতিষ্ঠাকাল১৯৭২ (1972)
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
ইআইআইএন১০৬৭৪৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন
শ্রেণি১১- স্নাতক(পাস)
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়১০ ঘণ্টা
ক্যাম্পাসমফস্বল
ক্রীড়াফুটবল, ক্রিকেট, উচ্চলাফ, ভলিবল, দৌড়, ব্যাডমিন্টন, কাবাডি
শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড
বিশ্ববিদ্যালয় অধীনজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটsonagazicollege.gov.bd

শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফ

সম্পাদনা

এই কলেজে একজন অধ্যক্ষ ও একজন উপধ্যক্ষ সহ মোট ৩৫টি ক্যাডারভুক্ত পদ, ২জন প্রদর্শক এবং ৮ জন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ রয়েছে। এই কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে প্রায় ২৬০০ শিক্ষার্থী রয়েছে।

বিভাগ সমূহ

সম্পাদনা
  • মাধ্যমিক:

বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক।

  • স্নাতক(পাস) এর বিষয় সমূহ:

বি.এস.এস ও বি.এ।

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

অত্র কলেজে রোভার স্কাউট[], ও বিএনসিসি এর শাখা রয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্ট এর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লাইব্রেরী

সম্পাদনা

অত্র কলেজের একটি লাইব্রেরী রয়েছে।

অবকাঠামো

সম্পাদনা

এটি ৫.১৮ একর জমির উপর অবস্থিত। এই কলেজে দুটি একাডেমিক ভবন, একটি বিজ্ঞান ভবন, একটি অফিস ভবন, একটি অডিটরিয়ম ভবন, একটি ডরমিটরি ভবন, শহিদ মিনার, কলেজ ক্যাম্পাসে একটি মসজিদ এবং ছয়তলাবিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণাধীন রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা