সৈয়দ আতর আলী

বাংলাদেশী রাজনীতিবিদ

সৈয়দ আতর আলী ছিলেন একজন মুক্তিযুদ্ধ সংগঠক ও রাজনীতিবিদ। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৮ ও ৯ নং সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩][৪][৫]

সৈয়দ আতর আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৬
মৃত্যু১৩ অক্টোবর ১৯৭১
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলআওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীপ্রেসিডেন্সি কলেজ
পেশারাজনীতিবিদ

জীবনী সম্পাদনা

সৈয়দ আতর আলী ১৯১৬ সালে বর্তমান মাগুরা সদর উপজেলার পাটখালি গ্রামে জন্মগ্রহণ করেন।[১][৩][৫] তিনি তিনি গঙ্গারামপুর পিকে হাইস্কুল ও নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উন্নীত হন। এরপর, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।[১][৫]

ছাত্রাবস্থায় প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন তিনি। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবদুল হামিদ খান ভাসানীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য লাভ করেছিলেন।[১][৫] ১৯৪৯ সালে তৎকালীন মাগুরা মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ববঙ্গ আইন পরিষদে মাগুরা-২ আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][৩][৫]

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সোহরাব হোসেনমোহাম্মদ আছাদুজ্জামানকে সাথে নিয়ে মাগুরায় পাকিস্তানি বাহিনী ও দোসরদের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।[৬] তিনি মুক্তিযুদ্ধের সময় ৮ ও ৯ নম্বর সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে নিযুক্ত হন।

সৈয়দ আতর আলী ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ৮ ও ৯ নম্বর সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।[৪] ১৯৭১ সালের ১৩ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার কল্যাণী হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১][২][৩][৪][৫] তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছানুযায়ী তাকে তৎকালীন মুক্তাঞ্চল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাগুরায় বুধবার মুক্তিযুদ্ধের সংগঠক আতর আলীর ৩৯তম মৃত্যুবার্ষিকী"বাংলানিউজ২৪.কম। ১২ অক্টোবর ২০১০। ২১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  2. "Syed Ator Ali"The Daily Star। ১৩ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  3. "মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আতর আলীর মৃত্যুবার্ষিকী পালিত"রাইজিংবিডি.কম। ১৪ অক্টোবর ২০১৩। ২১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  4. "46th death anniv of Syed Ator Ali today"The Daily Observer। ১৩ অক্টোবর ২০১৭। ২৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  5. "মুক্তিযুদ্ধের পলিটিক্যাল কনভেনর সৈয়দ আতর আলীর ৪৪ তম শাহাদত বার্ষিকী"মাগুরা প্রতিদিন। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. জাহিদ রহমান (ফেব্রুয়ারি ২০১৫)। মুক্তিযুদ্ধে মাগুরার যত শহীদ। শোভা প্রকাশ। পৃষ্ঠা ১৪।