সের্ক্লে ব্রুজ

(সের্ক্লে ব্রুজ কেএসভি থেকে পুনর্নির্দেশিত)

সের্ক্লে ব্রুজ কনিঙ্কলিয়েকে ভোয়েতবালভেরেনিগিং (ওলন্দাজ উচ্চারণ: [ˈsɛrklə ˈbrɵɣə ˈkoːnɪŋkləkə ˈspɔrtfəˌreːnəɣɪŋ]; এছাড়াও সের্ক্লে ব্রুজ কেএসভি নামে পরিচিত) হচ্ছে ব্রুজ ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সের্ক্লে ব্রুজ কেএসভি তাদের সকল হোম ম্যাচ ব্রুজের ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৯,০৬১।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পল ক্লেমেন্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিনসেন্ট খোমের। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় জেরেমি তারাভেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

সের্ক্লে ব্রুজ
পূর্ণ নামসের্ক্লে ব্রুজ
কনিঙ্কলিয়েকে ভোয়েতবালভেরেনিগিং
ডাকনামগ্রোন এন জোয়ার্ট (সবুজ এবং কালো),
ডে ভেরেনিগিং,
ডে প্লখ ফান্ট স্টাড
প্রতিষ্ঠিত১৮৯৯; ১২৫ বছর আগে (1899)
মাঠইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম[১]
ধারণক্ষমতা২৯,০৬১
মালিকসোভিয়েত ইউনিয়ন দিমিত্রি রিবলভলেভ
সভাপতিবেলজিয়াম ভিনসেন্ট খোমের
ম্যানেজারইংল্যান্ড পল ক্লেমেন্ট
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সের্ক্লে ব্রুজ কেএসভি এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি বেলজীয় প্রথম বিভাগ, ৫টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম"transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০ 
  2. "সের্ক্লে ব্রুজ কেএসভি"transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০ 

আরো পড়ুন সম্পাদনা

  • রোলান্ড পডেভেইন, সের্ক্লে ব্রুজ ১৮৯৯–১৯৮৯, সের্ক্লে ব্রুজ কেএসভি, ১৯৮৯

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:সের্ক্লে ব্রুজ টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ