সেবাস্তিয়ান কাসেরেস

উরুগুয়েয়ীয় ফুটবল খেলোয়াড়

সেবাস্তিয়ান এনসো কাসেরেস রামোস (স্পেনীয়: Sebastián Cáceres; জন্ম: ১৮ আগস্ট ১৯৯৯; সেবাস্তিয়ান কাসেরেস নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব আমেরিকা এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

সেবাস্তিয়ান কাসেরেস
২০২১ সালে আমেরিকার হয়ে কাসেরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সেবাস্তিয়ান এনসো কাসেরেস রামোস
জন্ম (1999-08-18) ১৮ আগস্ট ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আমেরিকা
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৫, ১০ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, কাসেরেস উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

সেবাস্তিয়ান এনসো কাসেরেস রামোস ১৯৯৯ সালের ১৮ই আগস্ট তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

কাসেরেস উরুগুয়ে অনূর্ধ্ব-১৮, উরুগুয়ে অনূর্ধ্ব-২০, উরুগুয়ে অনূর্ধ্ব-২২ এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৩রা এপ্রিল তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২২ সালের ২৩শে সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ১ মাস ও ৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাসেরেস ইরানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইরান ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] উরুগুয়ের হয়ে অভিষেকের বছরে কাসেরেস সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১০ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ১১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IR Iran vs. Uruguay - 23 September 2022 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  2. "Iran - Uruguay 1:0 (Friendlies 2022, September)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  3. "Iran - Uruguay, Sep 23, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Iran vs. Uruguay"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা