সেনা পদক সর্বস্তরের ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের দেওয়া হয়। এই সম্মাননা পুরস্কারটি সেনাবাহিনীর বিশেষ কর্তব্য বা সাহসের প্রতি ব্যতিক্রমী নিষ্ঠা প্রদর্শনের জন্য প্রদান করা হয়। পুরস্কারটি মরণোত্তর ভাবেও প্রদান করা যেতে পারে। একের অধিকবার পুরস্কার পাবার ক্ষেত্রে একটি দণ্ড প্রদান করা হয়।

সেনা পদক



সেনা পদক এবং রিবনের চিত্র
দেশ  ভারত
পুরস্কারদাতা দেশ ভারত সরকার
ধরন সামরিক পদক
যোগ্যতা ভারতীয় সেনাবাহিনীর সকল স্তরের ব্যক্তিদের []
পুরস্কৃত হওয়ার কারণ "সেনাবাহিনীর জন্য বিশেষ তাৎপর্য আনে এমন দায়িত্ব বা সাহসী ব্যতিক্রমী স্বতন্ত্র কাজের জন্য এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়"
Campaign বর্তমানে পুরস্কারটি দেয়া হয়
পরিসংখ্যান
প্রতিষ্ঠিত ১৭ জুন ১৯৬০
পূর্ববর্তী
পরবর্তী (উর্ধতন) যুদ্ধ সেবা পদক
সমমান নৌসেনা পদক (ভারতীয় নৌবাহিনী)
বায়ুসেনা পদক (ভারতীয় বিমানবাহিনী)
পরবর্তী (অধীনস্থ) বিশিষ্ট সেবা পদক

এই পুরস্কারটি বীরত্বের জন্য দেওয়া যেতে পারে বা এটি কোনও সৈনিকের দ্বারা পরিচালিত বিশিষ্ট সেবার জন্যও প্রদান করা যেতে পারে। সেনা পদকটি ভারতীয় সেনাবাহিনীর জন্য এক ধরনের প্রশংসা বা সাম্মানিক পদক হিসাবেও কাজ করে। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার এই বীরত্বের পুরস্কারের জন্য মাসিক ₹২৫০ উপবৃত্তি নির্ধারণ করে। এর পর মাসিক উপবৃত্তির পরিমাণ বেড়ে হয়েছে ₹১০০০ এবং এই উপবৃত্তির বর্তমানে পরিমাণ ₹২০০০। এই পুরস্কারের ঊর্ধ্বতন পুরস্কার হল বীর চক্র, শৌর্য চক্র এবং যুদ্ধ সেবা পদক। এই পুুরষ্কারটির সমতুল্য পুরস্কার হল নৌসেনা পদক, বায়ুসেনা পদক। এই পুরস্কারের অধীনস্থ পুরস্কার বিশিষ্ট সেবা পদক

বিশদ বিবরণ

সম্পাদনা

প্রতিষ্ঠিত

সম্পাদনা

১৭ জুন ১৯৬০ সালে ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রতিষ্ঠিত।

সম্মুখে

সম্পাদনা

উপরের দিকে নির্দেশ করা বায়োনেটযুক্ত একটি বৃত্তাকার রৌপ্য পদক।

বিপরীতে

সম্পাদনা

উপরে একজন দন্ডায়মান সৈনিক এবং হিন্দিতে "সেনা পদক" লেখা খোদিত রয়েছে।

কেন্দ্রে একটি সাদা স্ট্রাইপসহ ৩২ মিমির লাল ফিতা। লাল ১৫ মিমি, সাদা ২ মিমি, লাল ১৫ মিমি।

তথ্যসূত্র

সম্পাদনা